ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে ভাবতে পারি না: বুবলী 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে ভাবতে পারি না: বুবলী  প্রতীকী ছবি

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর শবনব বুবলীকে সবার অগোচরে বিয়ে করেন শাকিব খান। সেই সংসারও টেকেনি।

 

দীর্ঘদিন ধরেই এক ছাদের নিচে থাকছেন না শাকিব-বুবলী। যদিও আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়নি বলে খবর।

যে কারণে নিজেকে এখনও শাকিবপত্নী বলে দাবি করেন বুবলী।  

এভাবেই বিচ্ছিন্নতায় জীবন চলবে নাকি অন্য কারও সঙ্গে ঘর বাঁধার পরিকল্পনা করবেন বুবলী?

এ চিত্রনায়িকা জানালেন, তার জীবনে শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই।  

একটি বেসরকারি টেলিভিশনে ঈদ পূর্ববর্তী দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান বুবলী। যেখানে এই নায়িকাকে উপস্থাপক প্রশ্ন করেন, আগামী দিনগুলো কী এভাবেই কাটিয়ে দেবেন?

বুবলীর সাফ জবাব, ‘হ্যা, আমি এভাবেই কাটিয়ে দেব। এ বিষয়ে ভাবতে একবিন্দুও সময় নেব না। আমার সন্তানই এখন সবকিছু। কোনো প্রেম, সম্পর্ক কিছুই আমার কাছে ঘেঁষতে পারবে না। আগামীতে চলচ্চিত্র, সন্তান, পরিবার সেসবেই সময় দেব। ’

যখন নায়িকা হিসেবে ক্যারিয়ার শেষ হবে তখন কী এই সিদ্ধান্ত পরিবর্তন হবে? 

বুবলী বলেন ,  ‘এই সিদ্ধান্ত কখনোই বদল হবে না। আমি যখন নায়িকা থাকব না, তখনও না। জীবনের এই পর্যায়ে এসে মনে হয়, আমি এভাবেই থাকব। এভাবেই চলতে চাই। কারণ, শাকিব খানকে ছাড়া আর দ্বিতীয় কোনো পুরুষকে ভাবতে পারি না। বুবলীর জীবনে রাজকুমার শাকিব। আমাদের ভবিষ্যত কী হবে সেটা হয়তো ভবিষ্যতই বলে দিবে। কিন্তু তার আগে আমাদের একটা কথা বলার জায়গা আছে। পারিবারিকভাবেও কথা বলার জায়গা আছে। কারণ সন্তানের জন্য হয়তো অনেক কিছুই মানিয়ে নিচ্ছি। তবে আমার একটা অভিমান-কষ্টের জায়গা তো থাকছে। ’

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।