ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেমিকা ছেড়ে চলে গিয়েছিল, পরে দেখা হলে যা বলেছিলেন মিঠুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মে ১৩, ২০২৪
প্রেমিকা ছেড়ে চলে গিয়েছিল, পরে দেখা হলে যা বলেছিলেন মিঠুন

ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় কত তরুণীর প্রেমের প্রস্তাব পেয়েছেন বলিউড ও টালিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী! আর সেই মিঠুনই জানালেন, হঠাৎই প্রেমিকা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন।  

সম্প্রতি এক রিয়্যালিটি শো-তে অতীতের সেই দুঃখের স্মৃতি প্রকাশ্যে আনলেন তিনি।

ঘটনাটি অবশ্য ঘটেছিল ক্যারিয়ারের শুরুতে। তখনও খ্যাতি ছড়িয়ে পড়েনি মিঠুনের।

রিয়্যালিটি শো-তে প্রেম ভাঙায় এক প্রতিযোগীর মন খারাপ ছিল। সেই প্রতিযোগীকে সান্ত্বনা দিতেই মিঠুন নিজের জীবনের ব্যর্থ প্রেমকাহিনি ফাঁস করলেন।

অভিনেতা বললেন, ‘এ রকমই হয়েছিল আমার। প্রেমে পড়ে গিয়েছিলাম। পাগল হয়ে গিয়েছিলাম রীতিমতো। তার পরে সেটাই হল। মেয়েটি ছেড়ে চলে গেল। তার পরে সময় বদলাল। আমি তারকা হলাম। তার পর আরও বড় তারকা হলাম। ’

তারকা হয়ে যাওয়ার পর সেই প্রেমিকার সঙ্গে উড়োজাহাজে দেখা হয়েছিল মিঠুনের। এ সময় মেয়েটি নাকি মিঠুনের দিকে তাকাচ্ছিলেন না।

এ সময় মিঠুন সেই মেয়েটির কাছে গিয়ে বললেন, ‘আমার দিকে তাকাচ্ছ না কেন’। ও তখন তাকাল। মনে হল, ওর অনুতাপ হচ্ছে। মেয়েটি বলেছিলেন, ‘আমার মনে হয়, আমি ভুল করেছি। আমার ওটা তখন করা উচিত হয়নি। ’ 

জবাবে মিঠুন বলেছিলেন, ‘তুমি ওটা না করলে হয়ত এত বড় তারকাও তৈরি হত না। তখন তুমি যা করেছিলে, ঠিক করেছিলে। ’

এটা শুনে মেয়েটি কিছুটা আশ্বস্ত হয়েছিলেন বলে জানান মিঠুন।  

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।