ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

মাদক নিয়ে পার্টি, অভিনেত্রী গ্রেপ্তার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুন ৪, ২০২৪
মাদক নিয়ে পার্টি, অভিনেত্রী গ্রেপ্তার

মাদক নিয়ে পার্টির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণী অভিনেত্রী হেমা। সোমবার (০৩ জুন) তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর ভারতীয় সংবাদমাধ্যমের।

জানা যায়, হেমার রক্তের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠিয়েছিল বেঙ্গালুরু পুলিশ। তাতে মাদকের অস্তিত্ব পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছিল মে মাসে। বেঙ্গালুরুর আনেকাল তালুকের জিআর ফার্মে জনৈক কে এল বাসুর জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, পার্টিতে নিষিদ্ধ মাদক থাকতে পারে এমন খবর পুলিশের কাছে ছিল। তার জেরেই পার্টিতে হানা দেন পুলিশ কর্মীরা। অভিযোগ, পার্টি থেকে প্রায় ১৫ গ্রাম এমডিএমএ, ৬.২ গ্রাম কোকেন ও ছয় গ্রাম হাউড্রো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে।

এই ঘটনার পর পার্টিতে উপস্থিত থাকা মোট ১০০ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। যার মধ্যে ৮৬ জনের শরীরে মাদক পাওয়া গিয়েছে। এর মধ্যে হেমাও রয়েছেন।

তেলুগু চলচ্চিত্র জগতের পরিচিত মুখ হেমা। আড়াইশোরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কমেডি টাইমিংয়ের জন্য প্রশংসাও পেয়েছেন। অভিনেত্রীর গ্রেপ্তারিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ০৪, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।