ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদে তিন দিনের ব্যান্ডসংগীতের অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুন ৮, ২০২৪
ঈদে তিন দিনের ব্যান্ডসংগীতের অনুষ্ঠান

আসছে ঈদুল আজহায় নানা ধরনের আয়োজন নিয়ে হাজির হচ্ছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। এর মধ্যে বাদ যায়নি বিটিভিও।

নানা ধরনের অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে তাদের ঈদ অনুষ্ঠানমালা।

এর মধ্যে ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে তিন পর্বের বিশেষ ব্যান্ডসংগীতের অনুষ্ঠান। ঈদের টানা তিন দিন উপভোগ করা যাবে এটি। তিন দিনের এই আয়োজনে অংশ নেবে দেশের বেশ কয়েকটি বড় ব্যান্ড। তারা তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবে।

জানা যায়, সাহরিয়ার হাসানের প্রযোজনায় ও শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় ঈদের দিন সংগীত পরিবেশন করবে ডিফরেন্ট টাচ, নকশীকাঁথা, হ্যালো, দূরবীন ও বিজয়।

ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন অনুষ্ঠানটি প্রচারিত হবে ইয়াসির আরাফাতের প্রযোজনায় ও মোমরেজ মাহমুদের উপস্থাপনায় নকীব খান এবং ওয়ারফেজ, পেন্টাগন, ব্ল্যাক ও লেভেল ফাইভের গান।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুন ০৮, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।