ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

বিনোদন

দীপিকাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললেন নেটিজেনরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, জুন ২০, ২০২৪
দীপিকাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললেন নেটিজেনরা

এবার বেবি বাম্প নিয়ে ক্যামেরার সামনে আসলেন দীপিকা পাড়ুকোন। উপলক্ষ্য কল্কি সিনেমার প্রচার।

যেখানে কালো পোশাকে দেখা গেল হবু মা দীপিকাকে। স্টাইলিশ ইভনিং ওয়ান পিসে দীপিকার বেবি বাম্প একেবারে স্পষ্ট!

কালো রঙের পোশাক পরে দীপিকা যেন ইশারায় বলেই ফেললেন, ‘বুরি নজরওয়ালে তেরা মুহ কালা!’ এই ছবির প্রচারে অমিতাভ ও প্রভাসের পাশে দাঁড়িয়ে সারলেন প্রচারের কাজ। তবে নিন্দুকদের চুপ করানো তো সহজ নয়। হাই হিলে দীপিকাকে দেখে ফের কটাক্ষ রণবীর ঘরনীকে।

সামাজিকমাধ্যমে দীপিকাকে আক্রমণ করে অনেকেই লিখলেন, দীপিকা একেবারেই ‘দায়িত্বজ্ঞানহীন’। এই অবস্থায় হাই হিল পরে নাকি!

বিয়ের প্রায় পাঁচ বছর পর মা হচ্ছেন দীপিকা। ফেব্রুয়ারির শুরুতেই তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। ২৯ ফেব্রুয়ারি সেই জল্পনাতে নিজেরাই সিলমোহর বসান রণবীর ও দীপিকা। জানান, সেপ্টেম্বর মাসে আসছে তাদের সন্তান।

কয়েকদিন আগে রোহিত শেঠির শুটিং ফ্লোরে দীপিকাকে দেখা যায়। ‘লেডি সিংহম’ শক্তি শেঠির চরিত্রে অভিনয় করছেন নায়িকা।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুন ২০, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।