ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

কক্সবাজারে আসছেন বিশ্ববিখ্যাত ডিজে জাই উলফ

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, জুলাই ২১, ২০২৫
কক্সবাজারে আসছেন বিশ্ববিখ্যাত ডিজে জাই উলফ জাই উলফ

সজিব সাহা জন্মসূত্রে বাংলাদেশি, কিন্তু আমেরিকায় বেড়ে ওঠা। শ্রোতাদের কাছে পরিচিত জাই উলফ নামে।

ইন্ডিয়ান সামার, স্টারলাইট, দিস সং রিমাইন্ড মি অব ইউয়ের মতো হিট ট্র্যাক বানিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এরই মধ্যে এই শিল্পী কোচেলা, লোলাপালুজার মতো বিশ্বসেরা ফেস্টিভালে তার সাড়া জাগানো পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের।

তার গ্লোবাল ক্যারিয়ারের মধ্যে এই প্রথমবার তিনি পারফর্ম করবেন বাংলাদেশে। কক্সবাজারের বার্নিং ক্র্যাব ফেস্টিভাল ২০২৬-এ হেডলাইন করবেন বাংলাদেশি-আমেরিকান ইলেকট্রনিক মিউজিক প্রযোজক জাই উলফ। এটা তার জন্য যেমন আনন্দের, তেমনি বাংলাদেশের মিউজিক ফ্যানদের জন্যও এক বিশাল অর্জনের। বাংলাদেশের মাটিতে তার প্রথম লাইভ শো-ই এই ফেস্টিভালকে করে তুলবে আরও আকর্ষণীয় বলে মনে করছেন আয়োজকরা।

আয়োজকেরা বলছেন, আগামী বছরের ২৯-৩১ জানুয়ারি কক্সবাজারের সমুদ্রসৈকতেই বিশ্বমানের পারফরম্যান্স বার্নিং ক্র্যাব ফেস্টিভালের অ্যাডভেঞ্চারাস অ্যাটমোস্ফিয়ার এবং প্রকৃতির মাঝে জাই উলফের ইমোশনাল, মেলোডিক ইডিএম সংগীত শ্রোতাদের নিয়ে যাবে এক অন্য মাত্রায়।

জাই উলফের বাংলাদেশের আসার খবরে ফেস্টিভালের অফিশিয়াল পেজে কয়েকজন শ্রোতা লিখেছেন, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য এটা একটা মাইলফলক। আন্তর্জাতিক পর্যায়ের তারকা শিল্পীদের বাংলাদেশে আসা এখনো বিরল। জাই উলফের মতো গ্লোবাল স্টারের আগমন স্থানীয় শিল্পী ও ফ্যানদের জন্য একটি বড় প্রেরণা।

এটা প্রমাণ করে বাংলাদেশও বিশ্বসেরা মিউজিক ইভেন্টের আয়োজন করতে সক্ষম। কক্সবাজারের সমুদ্রের পাড়ে অত্যাশ্চর্য লাইটিং ও ভিজ্যুয়াল এফেক্টে পুরো অভিজ্ঞতাটাই হবে জাদুকরী। বাংলাদেশি সাউন্ড বা লোকসংগীতের সঙ্গে এক্সপেরিমেন্টও থাকতে পারে এ আয়োজনে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।