রাজধানীর ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায় আসছেন বিশ্বখ্যাত সরোদবাদক সিরাজ আলী খান। সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খানের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ধ্রুপদী সন্ধ্যায় তিনি সরোদে সুর ছড়াবেন।
বুধবার ( ৮ অক্টোবর) লালবাগ কেল্লায় অনুষ্ঠেয় এ আয়োজনে ভারত থেকে বাংলাদেশে আসছেন তিনি। দেশের তরুণ প্রতিভাবান শিল্পীরাও মঞ্চ মাতাবেন।
এর আগে সাতোরি অ্যাকাডেমি অব আর্টসের আয়োজনে ২০২২ সালে ঢাকায় অনুষ্ঠিত হয় তার একক পরিবেশনা ‘মেলোডিয়াস জার্নি অব সিরাজ আলী খান'।
বাংলাদেশি কিংবদন্তি শিল্পীদের জীবন ও কর্ম উদযাপনের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এই ধ্রুপদী সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুক পোস্টে জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য স্থানীয়ভাবে শুরু করে আন্তর্জাতিকপর্যায়ে বিস্তৃতি ঘটানো।
তিনি লেখেন, এই অনুষ্ঠানগুলো যেন একঘেয়ে বা অপ্রাসঙ্গিক সরকারি আয়োজন না হয়, সেটা মাথায় রেখেই আমরা কাজ করছি। শিল্পকলা একাডেমি ইতোমধ্যেই একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরি করছে।
এর আগে সাবিনা ইয়াসমিনকে নিয়ে এমন একটি আয়োজনে প্রশংসা কুড়িয়েছে বলে জানান তিনি।
সম্প্রতি প্রয়াত ভাষাসংগ্রামী ও লেখক আহমদ রফিককে নিয়ে ফারুকী লেখেন, সরকার তার দায়িত্ব সর্বোচ্চ দিয়ে পালন করেছে। শিল্পী-সাহিত্যিকদের সাহায্য করে প্রচার করা আমাদের কাছে অসম্মানজনক মনে হয়। আমরা দায়িত্ব নেওয়ার পর যাদের পাশে দাঁড়িয়েছি, তা প্রচার করিনি।
ফারুকী আরও জানান, সংস্কৃতির বিকাশে শিল্পকলা একাডেমি সামনে আরও বড় উদ্যোগ নেবে। গান-নাচের স্কুল, আন্তর্জাতিক ফিল্ম, থিয়েটার ও মিউজিক ফেস্টিভ্যালসহ বিভিন্ন পরিকল্পনা ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সিরাজ আলী খান কিংবদন্তি সংগীতগুরু ওস্তাদ আলাউদ্দিন খানের প্রপৌত্র। তার বাবা অধ্যাপক ধ্যানেশ খান, দাদা ওস্তাদ আলী আকবর খান এবং চাচা ওস্তাদ আশীষ খান।
মাত্র পাঁচ বছর বয়সে বাবার কাছে সরোদের হাতেখড়ি সিরাজের। পরে ওস্তাদ আলী আকবর খান,আশীষ খান ও ফুপু আমেনা খানের কাছে নিয়মিত তালিম নেন।
এএটি