ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

লক্ষ্য পূরণে অনেকখানি সফল হয়েছি: শাকিব খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
লক্ষ্য পূরণে অনেকখানি সফল হয়েছি: শাকিব খান

‘যে লক্ষ্য নিয়ে রিমার্ক-হারল্যান যাত্রা শুরু করেছিল, তা পূরণে অনেকখানি সফল হয়েছি এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আজ রিমার্ক-হারল্যান ডে উপলক্ষে এই আনন্দ আয়োজনে আমি সব শুভানুধ্যায়ীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।

এভাবেই সবার ভালোবাসা নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান। ’

‘রিমার্ক-হারল্যান ডে’ উপলক্ষে কথাগুলো বলেছেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর ও ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।  

মূলত চলচ্চিত্রের মতো ব্যবসায় নেমেও সফলতা পেয়েছেন তিনি। চলতি বছর তিনি কসমেটিক্স ও হোমকেয়ার ব্যবসায় নেমেছিলেন। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি দ্রুততম সময়ের মধ্যে সম্মানজনক গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা জিএমপি সার্টিফিকেট অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (৩০ নভেম্বর) এ উপলক্ষে রাজধানীর স্থানীয় একটি পাঁচতারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে শাকিব খান আরও বলেন,আমরা যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে রফতানি আদেশ পেয়েছি। আজ আপনাদের সামনেই এই আদেশ অনুমোদন করেছি। এটাই প্রমাণ করে যে, বিশ্বের কসমেটিকস ও স্কিনকেয়ার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ নতুন মাইলফলক অর্জন করলো। রিমার্কে আজ লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। রফতানি হচ্ছে আমাদের পণ্য। সারা পৃথিবীর মানুষ ব্যবহার করবে আমাদের পণ্য। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? এর শুরুটা আমার হাত দিয়ে হলো। আজ আমি খুবই আবেগাপ্লুত।

এতে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, দর্শকনন্দিত চিত্রনায়ক সিয়াম আহমেদ, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং রিমার্ক-হারল্যান পরিবারের সদস্যরা।

এই অনুষ্ঠানে দেশের সব অঙ্গনের তারকাদের বর্ণিল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্রিকেট জগতের সুপারস্টার খালেদ মাহমুদ সুজন এবং বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা আসিফুল বিলাশ ও সাইফুল আমিন। আরও ছিলেন পূজা চেরি, কোনাল, মিম মানতাশা, রুকাইয়া জাহান চমক, ইরফান সাজ্জাদ, প্রার্থনা ফারদিন দীঘি, সেমন্তি সৌমি, তাহিয়া খান আয়েশা, নাবিলা ইসলাম, সারিকা সাবার মতো মিডিয়া ও সংগীত জগতের জনপ্রিয় তারকারা।

বাংলাদেশ সময়: ২১২১ ঘন্টা, নভেম্বর ৩০, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।