ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

বিনোদন

মিউজিক ক্লাবে মনির খানের সঙ্গে গাইবেন মিতু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, এপ্রিল ৩০, ২০২৫
মিউজিক ক্লাবে মনির খানের সঙ্গে গাইবেন মিতু মনির খান ও কানিজ খন্দকার মিতু

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের দর্শকপ্রিয় অনুষ্ঠান ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’। এর প্রতি পর্বে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পীরা হাজির হয়ে গান গেয়ে শোনান।

জানা গেছে, অনুষ্ঠানটির নতুন পর্বে অতিথি হয়ে গান শোনাবেন বরেণ্য কণ্ঠশিল্পী মনির খান ও কোক স্টুডিও বাংলা খ্যাত কানিজ খন্দকার মিতু।

গানের পাশাপাশি তারা কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে।

এ প্রসঙ্গে মিতু বলেন, সব সময় চেষ্টা করি টেলিভিশনে গাওয়ার সময় সুন্দর করে গানগুলোকে উপস্থাপন করতে। এতে করে শ্রোতাদের কাছ থেকে চমৎকার সাড়া পাওয়া যায়। এ অনুষ্ঠানে গাইবার সুযোগ দেওয়ার জন্য প্রযোজককে ধন্যবাদ জানাই। একইসঙ্গে মনির খানের মত গুণী শিল্পীর সঙ্গে একই অনুষ্ঠানে গাওয়া আমার পরম পাওয়া। আশা করি, শ্রোতারা অনুষ্ঠানটি উপভোগ করবে।  

‘মিউজিক ক্লাব’র এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।