ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

বিনোদন

ঢাকায় মিস ইউনিভার্স আমেরিকাস, যা বললেন বাংলাদেশ নিয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, মে ৭, ২০২৫
ঢাকায় মিস ইউনিভার্স আমেরিকাস, যা বললেন বাংলাদেশ নিয়ে তাতিয়ানা কালমেল

বাংলাদেশ সফরে এসেছেন মিস ইউনিভার্স আমেরিকাস ও মিস পেরু ২০২৪ তাতিয়ানা কালমেল। বুধবার (৭ মে থেকে শনিবার ১০ মে) পর্যন্ত বাংলাদেশ অবস্থান করবেন তিনি।

প্রথমবারের মতো কোনো বর্তমান মিস ইউনিভার্স মুকুটধারীর বাংলাদেশে আসা এটি, যা দেশের জন্য একটি স্মরণীয় মুহূর্ত।

এই সফর আয়োজন করেছেন ফ্লোরা টেলিকম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশ-এর জাতীয় পরিচালক মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক। সফরের উদ্দেশ্য হলো বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটনকে বিশ্বের সামনে তুলে ধরা এবং আন্তর্জাতিক বন্ধুত্ব আরও দৃঢ় করা।

তাতিয়ানা কালমেল এ সফরের অংশ হিসেবে নানা কর্মসূচিতে অংশ নেবেন। এরই অংশ হিসেবে আজ দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়, যেখানে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়। এর একটি হচ্ছে- ২০২৫ সালের জুলাই মাসে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা এবং অন্যটি- নতুন মিস ইউনিভার্স স্কিনকেয়ার প্রোডাক্টসের উদ্বোধন।

এ অনুষ্ঠানে তাতিয়ানা কালমেল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন এবং মিস ইউনিভার্স প্ল্যাটফর্মের আন্তর্জাতিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। সফরকালে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন এবং দেশের ইতিহাস, সংস্কৃতি ও আতিথেয়তা বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন।

তাতিয়ানা কালমেল বলেন, বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেয়ে এবং এখানে এসে আমি সত্যিই আনন্দিত। এ এক অপার সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি ও আন্তরিক মানুষের দেশ। আমি সবার সঙ্গে দেখা করার, নিজের গল্প শেয়ার করার এবং এই অসাধারণ দেশ সম্পর্কে আরও জানার অপেক্ষায় আছি। আশা করি, আমার এই সফর অন্যদেরকেও উৎসাহিত করবে।

অনুষ্ঠান সম্পর্কে মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, মিস ইউনিভার্স শুধু একটি সুন্দরী প্রতিযোগিতা নয়, এটি একটি বৈশ্বিক মঞ্চ যেখানে বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস এবং উদ্দেশ্যকে উদযাপন করা হয়। তাতিয়ানা কালমেলকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা সত্যিই গর্বিত ও আনন্দিত। তার এই সফর দেশের তরুণীদের অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নারীদের শক্তি, প্রতিভা ও পরিচয় তুলে ধরার নতুন পথ খুলে দেবে।

মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক, তাতিয়ানা কালমেল ও মিস অলিভিয়া কুইডো-কো

অনুষ্ঠানে মিস ইউনিভার্স স্কিনকেয়ার প্রোডাক্টসের উদ্বোধন করা হয়। এ সময় তাতিয়ানা কালমেল ও মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক ছাড়াও উপস্থিত ছিলেন ‘ও স্কিন মেড স্পা’ এবং অলিভিয়া কুইডো ক্লিনিক্যাল স্কিনকেয়ারের সিইও ও প্রতিষ্ঠাতা মিস অলিভিয়া কুইডো-কো। অনুষ্ঠানে তিনি নতুন প্রোডাক্টসের গুরুত্ব তুলে ধরেন।  

প্রসঙ্গত, মিস অলিভিয়া কুইডো-কো ২০ বছরেরও বেশি সময় ধরে মানুষের সৌন্দর্য বৃদ্ধি এবং আত্মবিশ্বাস তৈরি করতে কাজ করছেন। তিনি বিশ্বখ্যাত মিস ইউনিভার্সকে অনন্য মাত্রায় প্রতিষ্ঠিত করতে এই বিশেষ স্কিনকেয়ার পণ্যগুলো তৈরি করেছেন।

এনএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।