বিশ্বের মর্যাদাপূর্ণ কান উৎসবে প্রায় প্রতিবারই ভিন্ন ঢঙে হাজির হন ভারতীয় উর্বশী রাউতেলা। পোশাক আর সাজে অভিনবত্ব মিলিয়ে কান উৎসবে তার চোখ ধাঁধানো রূপ নজর কাড়ে বিশ্ববাসীর।
রংচঙে পেপ্লাম গাউনে স্ট্রাপলেস ডিজাইনে হাজির হয়েছিলেন কানের প্রথমদিন।
এদিন কোমরে ফ্লেয়ার দেওয়া বডিকন ডিজাইনের স্কার্টের মতো নেমে গিয়েছে গাউনটি। ম্যাচিং দুল আর মুকুটের নানা বর্ণের পাথরে চোখ ঝলসে যাওয়ার দশা। মাথায় মুকুট যেন উর্বশীর রূপ আরও খানিকটা ঠিকরে বের হচ্ছিল।
সবচেয়ে বেশি যেটা সবার নজর কেড়েছে তা হলো, উর্বশী এবার মূল্যবান একটি টিয়া পাখি নিয়ে লাল গালিচায় উপস্থিত হন। তবে এটি জীবন্ত টিয়া পাখি নয়। এটি ক্রিস্টালের তৈরি। যার মূল্য শুনে অনেকে হতবাক হবে। এর মূল্য ৫ হাজার ৪৯৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৬৭ হাজার টাকার বেশি)।
উর্বশীর এমন জমকালো পোশাক, সাজসজ্জা নিয়ে তীর্যক মন্তব্য করছেন নেটিজেনরা। সামাজিকমাধ্যম ইনফ্লুয়েন্সার এবং ফ্যাশন-বিশেষজ্ঞ ‘সব্য’ তাদের ইনস্টাগ্রাম পেজে কান থেকে উর্বশী রাউতেলার ছবি শেয়ার করেছেন। সেখানেই নেতিবাচক সব মন্তব্য করেছেন অনেকে।
একজন মন্তব্য করছেন, ‘কী হাস্যকর!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘উর্বশী দেবী জাগরণের জন্য প্রস্তুত!’ অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘এটা কেমন সাজ!’
এদিকে, উর্বশী রাউতেলা ছাড়াও ঐশ্বরিয়া রাই বচ্চন, জাহ্নবী কাপুর, শর্মিলা ঠাকুর, সিমি গারেওয়ালের মতো বেশ কয়েকজন ভারতীয় তারকা এ বছর কানের লালগালিচায় হাঁটবেন।
প্রসঙ্গত, ১৩ মে থেকে শুরু হয়েছে ৭৮তম কাল চলচ্চিত্র উৎসব। বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে ২৪শে মে এবারের কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে।
এনএটি