ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

বিনোদন

এজেএফবি সম্মাননা পেলেন মো. ফাহাদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, জুলাই ৮, ২০২৫
এজেএফবি সম্মাননা পেলেন মো. ফাহাদ

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি)-এর ১৮ বছর পূর্তিতে সম্প্রতি অনুষ্ঠিত হলো এজেএফবি অ্যাওয়ার্ড-২০২৫। চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত-সহ বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বরেণ্য শিল্পীদের মাঝে এ পুরষ্কার তুলে দেওয়া হয়।

এ বছর মো. ফাহাদ ‘এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৫’ এ শ্রেষ্ঠ পরিচালকে ভূষিত হলেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় নায়ক আলীরাজ নাট্যাঙ্গনে বিশেষ অবদানস্বরূপ শ্রেষ্ঠ নাট্য নির্মাতা হিসেবে পুরস্কার তুলে দেন।  

পরিচালক মো. ফাহাদ বলেন, পুরস্কার পাওয়ার জন্য আমি নাটক নির্মাণ করি না, তবে পুরস্কার একজন নির্মাতাকে তার কাজের প্রতি আরও গভীর আগ্রহী করে তুলে। আমার প্রচেষ্টা থাকবে ভবিষ্যতে আরও ভালো গল্প নির্মাণ করে সমাজ পরিবর্তনে অবদান রাখা।  

অনুষ্ঠানে সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আজীবন সম্মাননা লাভ করেন- চিত্রনায়ক আলীরাজ।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।