ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

জয়ের কথা ও সুরে এলিটার ‘বারান্দাতে বিকেল বেলা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, জুলাই ১৮, ২০২৫
জয়ের কথা ও সুরে এলিটার ‘বারান্দাতে বিকেল বেলা’ জয় শাহরিয়ার ও এলিটা করিম

সম্প্রতি প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের কথা ও সুরে এলিটা করিমের গান ‘বারান্দাতে বিকেল বেলা’। আজব রেকর্ডস থেকে প্রকাশিত গানটির অ্যানিমেশন ভিডিও তৈরি করেছেন মীর হিশাম।

গানটিতে গিটার বাজিয়েছেন সৈয়দ রিয়েল, বেইস গিটারে তানিম হাসান, কী-বোর্ডসে ফরহাদ ও শব্দ সংযোজন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

নতুন গান প্রসঙ্গে এলিটা করিম বলেন, অনেকদিন পর জয়ের কথা ও সুরে গান গাইলাম। সচরাচর যেমন গান করি তার থেকে বেশ আলাদা এই গানটি। আমার খুব ভালো লেগেছে গাইতে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে শুনতে।

এ প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, এলিটা আপু আমার খুব প্রিয় একজন শিল্পী, ওর কণ্ঠ আমার খুব পছন্দের। চেষ্টা করেছি এলিটা আপুর কণ্ঠে একটা অন্যরকম গান তৈরি করতে। আশা করি যারা শুনবেন তাদের ভালো লাগবে নস্টালজিয়ায় ভরপুর এই গান।

গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে। এছাড়াও স্পটিফাই, আইটিউন্স, ডিজার, স্বাধীনসহ সারাবিশ্বের স্ট্রিমিং সাইটে শোনা যাচ্ছে ‘বারান্দাতে বিকেল বেলা’ শিরোনামের গানটি।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।