ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন পরিচয়ে হিল্লোল-নওশীন

কামরুজ্জামান মিলু | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১২
নতুন পরিচয়ে হিল্লোল-নওশীন

অভিনেতা আদনান ফারুখ হিল্লোল এবং অভিনেত্রী নওশীন এবার নতুন পরিচয়ে পথ চলা শুরু করলেন। দু’জনে মিলে চালু করেছেন একটি লাইফস্টাইল স্টোর।

নাম দিয়েছেন ‘সিগনেচার বিডি’। বনানীর স্কাইলার্ক ম্যাকের তৃতীয় তলায় তারা গড়ে তুলেছেন এ প্রতিষ্ঠানটি।

গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্টোরটির উদ্বোধন করা হয়। আলাপের শুরুতেই নতুন এ  স্টোরটির নাম নিয়ে জানতে চাইলাম।

উত্তরে হিল্লোল বাংলানিউজকে বললেন, ‘সিগনেচার নামটি আমার চিন্তা থেকেই আসে এবং তার সাথে বিডি নামটি যোগ করেন নওশীনের বাবা। এরপর আমরা দু’জন মিলে এ নামটি নির্বাচন করি। আমরা  শুধু ব্যবসা কেন্দ্র হিসেবে এ প্রতিষ্ঠানকে পরিচয় করে দিতে চাই না। এর পাশাপাশি কেনাকাটা করতে আসা মানুষের জন্য বিনোদনের ব্যবস্থাও থাকবে সিগনেচার বিডিতে। ’  

দীর্ঘ বিরতির পর এ তারকাজুটির অভিনীত প্রথম ছবি `হ্যালো অমিত’ সোমবার সেন্সরে যাচ্ছে । চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। এ চলচ্চিত্রের মাধ্যমেই নওশীনকে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে।
IMG_1201
নতুন ব্যবসা কেন্দ্র এবং সাথে নতুন ছবির খবর। সব মিলিয়ে ভালোই যাচ্ছে এ জুটির বর্তমান সময়। এ বিষয়ে হিল্লোল এবং নওশীন আরো বলেন, ‘অনেক আগে থেকেই শখ ছিল এমন একটি স্টোর করার। সে আশা পূরণ হলো। এছাড়া ‘হ্যালো অমিত’ ছবিটি ২০১১ সালের মাঝামাঝি শুটিং শুরু হয়েছিল। আমরা দু’জনেই বেশ আশাবাদী ছবিটি নিয়ে। তবে আমরা ভেবেছিলাম ‘চোরাবালি’ ছবিটির আগেই হয়ত এ ছবিটি মুক্তি পাবে। কিন্তু ছবির প্রচার-প্রচারণা কাজ এবং অন্য সবকিছু মিলে অনেক সময় লেগে গেছে। তারপরও আমি আশা করছি আগামী ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি পাবে। ’

একজন চলচ্চিত্র নির্মাতার জীবন-যুদ্ধের নানা ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে `হ্যালো অমিত` ছবির কাহিনী।

হিল্লোল ও নওশীন দুজনেই ছবিটি নিয়ে আশাবাদী। অবশ্য এ ছবির বাইরে সম্প্রতি নওশীন আরো একটি নতুন ছবিতে কাজ শুরু করেছেন। আমিন খানের বিপরীতে নতুন এ ছবিটির নাম ‘দুদু মিয়া’।

ডায়েল রহমানের পরিচালনায় ৮ ডিসেম্বর সিলেটে চলচ্চিত্রটির দুটি গানের শুটিং করে এসেছেন নওশীন।

এ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে নওশীন বাংলানিউজকে বলেন, ‘ব্রিটিশ বিরোধী ফরায়েজী আন্দোলন ইতিহাসে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত। এই আন্দোলনের কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ডিজিটাল চলচ্চিত্র ‘দুদু মিয়া’। ছবির গল্পটি চমৎকার। এটা আমার অভিনীত তৃতীয় চলচ্চিত্র। জানুয়ারি থেকে এ ছবির পরের কাজ শুরু হবে। ’

এছাড়া ‘সঙসূত্র’ নামের একটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন নওশীন। হাসিবুর রেজা কল্লোলের লেখা নাটকটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। এতে তিনি অভিনয় করেছেন একজন জনপ্রিয় নায়িকার চরিত্রে।

কাজের বিষয়ে কথা শেষে জানতে চাইলাম। ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গী তো হলেন, এবার দু’জনের বিয়ের কথা জানতে পারব কবে?

উত্তরে হিল্লোল হেসে বললেন, ‘সবে নতুন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলাম। কয়েকটা দিন যাক। আপাতত কোন পরিকল্পনা নেই। তবে আশা করছি নতুন বছরে বিয়ের ঘোষণা দিব। ’

আলোচনা ও সমালোচনায় ঘেরা এই তারকাজুটির এ শুভ ঘোষণার সেই তারিখের জন্য অপেক্ষায় আমরাও চেয়ে থাকলাম। শুভ হোক তাদের জীবনের এই নতুন যাত্রা।

বাংলাদেশ সময় : ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১২
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় প্রধান বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।