বলিউড বাদশা শাহরুখ খান আগামী ২ নভেম্বর ৬০ তম জন্মদিন উদযাপন করবেন। তার জন্মদিনের আগাম উপহার হিসেবে আগামী ৩১ অক্টোবর থেকেই ভারত জুড়ে চলবে শাহরুখ ম্যানিয়া! শুরু হবে কিং খান স্পেশাল ফিল্ম ফেস্টিভ্যাল।
মূলত শাহরুখের জীবনটাই যেন একটা সিনেমার মতো। সিনেমাতেই তার বেঁচে থাকা। তাইতো আগামী মাসেই অর্থাৎ ২ নভেম্বর তার ষাটতম জন্মদিনকে বিশেষ করে তুলতে বিশেষ এক উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স।
জানা গেছে, শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। যা চলবে দুই সপ্তাহ।
আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশেষ এই চলচ্চিত্র উৎসব। ভারতের মোট ৩০টি শহরে ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট সিনেমা। এক্ষেত্রে শাহরুখের দর্শক-অনুরাগীরা ফের একবার সিনেমাহলে গিয়ে তার পুরনো সিনেমাগুলোও দেখার সুযোগ পাবেন।
এ বিষয়ে আরও জানা যায়, এই উৎসবে দেখা যাবে ‘কাভি হাঁ কাভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সিনেমাগুলো।
চলতি বছরটা এমনিতেও কাজের দিক থেকে বেশ ভালো যাচ্ছে শাহরুখের। একের পর এক প্রাপ্তি আসছে তার জীবনে। তার মধ্যে অন্যতম তার ৩৩ বছরের অভিনয় জীবনে এই বছর প্রথম জাতীয় পুরস্কার পাওয়া। শুধু তাই নয়, সন্তানের সাফল্যও দেখেছেন তিনি।
অন্যদিকে, মেয়ে সুহানা খানও অভিনয় করছেন তার নতুন সিনেমা ‘কিং’-এ। এই সবকিছুর সঙ্গেই তার এবারের জন্মদিনটাও হয়ে উঠতে চলেছে চলচ্চিত্রময়। যা এক অন্যরকমের প্রাপ্তি বলা যায়।
এনএটি