পুরো নাম এডলফ খান। পেশাগতভাবে কম্পিউটার ইঞ্জিনিয়ার হলেও মিডিয়ার প্রতি ভালোবাসা থাকার কারণে মিডিয়ার বিভিন্ন অঙ্গণে কাজ করে যাচ্ছেন।
এছাড়া বর্তমানে চ্যানেল সিক্সটিনে গত সপ্তাহ থেকে শুরু হওয়া সেলিব্রেটি টক শো ‘বন্ধু আমার’ এর পরিকল্পনার পাশাপাশি উপস্থাপনা করছেন তিনি।
অনুষ্ঠানটি সম্পর্কে এডলফ খান বাংলানিউজকে বলেন, ‘এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে মিডিয়ার একজন সেলিব্রেটি থাকবেন। তিনি অনুষ্ঠানে মিডিয়া নিয়ে তার বিভিন্ন অভিজ্ঞতার কথা, ভালোলাগা-মন্দ লাগা ও ব্যক্তি জীবন প্রভৃতি বিষয় নিয়ে কথা বলছেন। অনুষ্ঠানটি প্রতি রোববার রাত ১০টায় প্রচার হচ্ছে। ভালো সাড়া পাচ্ছি। ’
এরইমধ্যে এডলফ লিপটন চা, বাংলালিংক, আরসি কোলাসহ বেশকিছু পণ্যের বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেন। পাশাপাশি রবীন্দ্রনাথ এর স্পেশাল শো, স্ট্রিট চিলড্রেন শো, ব্রাইডাল শো, বাংলালিংক ফ্যাশন শো, পারসোনা শো এবং র্যাম্প অন দ্য স্ট্রিটসহ বেশকিছু র্যাম্প শোতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন।

ঢাকাতেই বড় হওয়া এই ছেলের বাবার নাম আবদুস শহীদ খান ও মার নাম হাসনে আরা খান। দুই ভাইয়ের মধ্যে তার অবস্থান বড়। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে বি এস সি শেষ করেছেন তিনি। পাশাপাশি কিছুদিন একটি আইটি ফার্মে চাকরি করেন।
তবে পুরো ভালোবাসা বা মনের টানটা মিডিয়াতে থাকার কারণে এখানেই কাজ করা শুরু করেন। ফ্যাশান ব্র্যান্ড গ্রে, ডেকো ড্রিংকস, ভ্যালি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সোগো ইন্টারন্যাশনালসহ বেশকিছু ফ্যাশান হাউজের বিলবোর্ডের মডেল হন তিনি। এর বাইরে বেশকিছু টিভি নাটকেও অভিনয় করেন।
এরমধ্যে আবু সাইয়ীদ এর ‘জীবনমৃত্যু’, পার্থ সরকার এর ‘আমাদের শার্লক হোমস’, নরেশ ভূঁইয়ার ‘নীল অপরাজিতা ও উইপোকা’সহ বেশকিছু নাটকে অভিনয় করেন।
এবার জানতে চাইলাম চিত্রনায়িকা নিপুণের স্টাইলিং ও ডিজাইনার হিসেবে কাজ করার পেছনের কারণ কী?
বললেন, ‘আমাদের দেশের চলচ্চিত্রের জন্য এটা একটা নতুন দিক হতে পারে। কিন্তু বাইরের দেশের সব তারকাদের আলাদা হেয়ার ডিজাইনার থেকে শুরু করে কস্টিউম ডিজাইনার থাকে। আমাদের দেশের চলচ্চিত্রেও এটা শুরু করা দরকার। এজন্যই মূলত নিপুণের সাথে কাজ করছি। তার নতুন ছবি ‘আই ডোন্ট কেয়ার’সহ পরবর্তী ছবিতেও আমি তার সাথে কাজ করছি। চরিত্র অনুসারে আমি তার চুল ও পোশাক সেটআপ করে দেই। ’
আর এ কাজের জন্য তিনি পরিচালকের নিকট থেকে শুরু করে এফডিসিতে কাজের পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন বলেও জানালেন। এছাড়া রাজধানীর ওয়ারীতে ‘অটোগ্রাফ’ নামে তার নিজের একটি ফ্যাশন হাউজ রয়েছে। এসব কাজের বাইরে তিনি বর্তমানে ‘উইন্ডো’ নামে একটি ফ্যাশান ম্যাগাজিন এর ফ্যাশন এডিটর হিসেবে কাজ করছেন। এছাড়া রাজধানীর পিলখানার ১নং গেটের কাছে নিজ বাসাতেই একটি মডেল গ্রুমিং স্কুল খুলেছেন। সেখানে মডেলদের ক্যাটওয়াক থেকে শুরু করে নানা বিষয়ে ট্রেনিং করানো হয়।
সবশেষে নিজের ভবিষৎ পরিকল্পনা নিয়ে বলেন, ‘আমি মিডিয়াতেই ভিন্ন ভিন্ন কাজ করে সামনে এগিয়ে যেতে চাই। এর বাইরে আমি ‘বিউটিফুল ব্রাইডস’ নামে একটি প্রদশর্নীতে অংশ নিচ্ছি। ২৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ ধানমন্ডীর চিত্রক গ্যালারিতে জনপ্রিয় পাঁচজন ডিজাইনারের এ শোতে আমিও অংশ নিচ্ছি। এটাও আমার জন্য একটি বড় পাওয়া। আর নিজের এতদিনের জমানো কাজগুলো নিয়ে সামনে একটি প্রেজেন্টেশন শোও করতে চাই। ’
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৪