ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

'বেদের মেয়ে জোসনা'র রজতজয়ন্তী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জুন ৯, ২০১৪
'বেদের মেয়ে জোসনা'র রজতজয়ন্তী

বাংলা চলচ্চিত্র ইতিহাসে তোজাম্মেল হক বকুল পরিচালিত 'বেদের মেয়ে জোসনা' চলচ্চিত্রটি একক অনন্য মাইলফলক।

১৯৮৯ সালের ৯ জুন ছবিটি মুক্তি পেয়েছিল।

মুক্তির পরপরই তুমুল জনপ্রিয় হয় এটি। বলা হয়ে থাকে এ ছবির ব্যবসায়িক সাফল্যকে এখনও কোনো ছবি টপকাতে পারেনি। ২০১৪ সালের ৯ জুন ছবিটি মুক্তির ২৫ বছর পূর্ণ করলো।  

এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ! এ ছাড়াও ছিলেন ইলিয়াস কাঞ্চন, শওকত আকবর, রওশন জামিল, প্রবীর মিত্র, সুষমা, সাইফুদ্দিন, নাসির খান প্রমুখ।

ছবিটিতে মোট ১১টি গান ছিলো যার ১০টি গানই পরিচালক তোজাম্মেল হক বকুলের লেখা। সেই গানগুলোর মাঝে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠের 'বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে' এবং মুজিব পরদেশীর কণ্ঠে 'আমি বন্দি কারাগারে' গান দুটি আজও শ্রোতার মুখে মুখে ফেরে।  

বাংলাদেশ সময় : ১২৫৩ ঘণ্টা, জুন ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।