‘বৃহন্নলা’ ছবিটির জন্য ২০১০-১১ অর্থবছরে সরকারি অনুদান পান মুরাদ পারভেজ। ছবিটি আগামী ১৯ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে।
অ্যালবামটি বাজারে এনেছে অগ্নিবীনা। এ চলচ্চিত্রে মোট গান রয়েছে চারটা। সবুগলো গানের সুর ও সংগীত করেছেন ইমন সাহা। গানুগলোতে কন্ঠ দিয়েছেন কনা, দেবলিনা সুর এবং ভারতের ঋতুরাজ মেন। এরমধ্যে তিনটি গানের কথা লিখেছেন কবির বকুল। আর একটি গান লিখেছেন দেবলিনা সুর।
ছবিতে অভিনয় করছেন ফেরদৌস, ইন্তেখাব দিনার, সোহানা সাবা, আজাদ আবুল কালাম, মানস বন্দ্যোপাধ্যায়, দিলারা জামান, ঝুনা চৌধুরী, কে এস ফিরোজ, ইনামুল হক, এস এম মহসীন, শাহানা সুমী প্রমূখ।
পরিচালক মুরাদ পারভেজ জানান, ইতিমধ্যে ছবিটি ‘দর্পণ সিংগাপুর আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব’-এ মনোনীত হয়েছে। এ অনুষ্ঠানে অংশ নিতে আগামী ১০ সেপ্টেম্বর সিংগাপুরে রওনা দিবেন পরিচালকসহ এ ছবির প্রধান অভিনেতা ফেরদৌস ও অভিনেত্রী সোহানা সাবা। এবং ১৫ সেপ্টেম্বর তারা ঢাকা ফিরবেন।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪