ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১০ মার্চ শাকিব-অপুর ‘লাভ ম্যারেজ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
১০ মার্চ শাকিব-অপুর ‘লাভ ম্যারেজ’ শাকিব খান ও অপু বিশ্বাস/ ছবি:নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিয়ে নিয়ে অনেক কানকথা শোনা যায় চিত্রনায়ক শাকিব খানের। কবে বিয়ে করবেন তিনি।

এটার আসল উত্তর এখনো পাওয়া না গেলেও অপু বিশ্বাসের সঙ্গে ‘লাভ ম্যারেজ’ এর গল্পে থাকছেন তিনি। বলছি তাদের নতুন ছবির কথা। ১০ মার্চ এ জুটির আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে নতুন ছবি ‘লাভ ম্যারেজ’।

 

ছবিটি পরিচালনা করেছেন শাহিন সুমন। পরিচালক শাহিন সুমন জানান, পাঁচদিন এখানে শুটিং করার পর ১৬ মার্চ কক্সবাজারের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শুরু হবে। আর ছবির গল্পে থাকছে মিষ্টি প্রেম।  

 

শাকিব খান বাংলানিউজকে বলেন, ‘বাপ-দাদার ঐতিহ্য ধরে রেখে সাদা শার্ট , লুঙ্গি পরে ঢাকাইয়া ভাষায় কথা বলতে দেখবেন দর্শকরা। এছাড়া গল্পেও নানা রহস্য থাকছে। ’

 

আর অপু সাজবে এ ছবিতে ঢাকা শহরের এক ডনের মেয়ে। অপু ও শাকিবের মধ্যে সম্পর্ক নিয়েও থাকছে নান‍া টানাপোড়নের গল্প।  

 

শাকিব খান এবং অপু বিশ্বাস বর্তমানে পুবাইলে উত্তম আকাশের নতুন ছবি ‘রাজা ৪২০’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।  

 

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।