ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

বিশ্ব ইজতেমায় শাকিব খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বিশ্ব ইজতেমায় শাকিব খান শাকিব খান ও মুফতি ওসামা

ভক্তরা জানেন ওমরাহ হজ পালন করেছেন চিত্রনায়ক শাকিব খান। এবার বিশ্ব ইজতেমায়ও যোগ দিলেন তিনি।

তুরাগ তীরে ইজতেমার দ্বিতীয় পর্বে শনিবার (১৬ জানুয়ারি) ছিলেন তিনি। তার সঙ্গে যোগ দিয়েছিলেন জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। তারা ছিলেন ভিআইপি অংশে। তাদেরকে সঙ্গ দেন মুফতি ওসামা।

পারিবারিক সূত্র জানায়, ধর্মকর্ম সম্পাদনে শাকিব কখনও আলসেমি করেন না। এ কারণে শত ব্যস্ততার মাঝেও বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন। বিশ্ব ইজতেমায় নামাজ ও দোয়া আদায় করেছেন তিনি।

অন্যদিকে মিশার ব্যাপারেও একই কথা বলা যায়। তিনিও পবিত্র ওমরাহ পালন করেছেন। নিজেকে ধর্মভীরু মানুষ বলেই মনে করেন তিনি। রূপালি পর্দায় শাকিব-মিশা যা-ই করেন না কেন সেটা পেশার খাতিরে। ব্যক্তিজীবনে এ দুই তারকা ভালো মানুষ হিসেবেই পরিচিত।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।