ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাবানার গানে নাচলেন অপু (ভিডিও)

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
শাবানার গানে নাচলেন অপু (ভিডিও) শাবানা ও অপু বিশ্বাস

‘আরে ও প্রাণের রাজা, তুমি যে আমার/পাশে পাশে থেকো মোর, চাই না কিছু আর...’- ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাদশা’ ছবির কালজয়ী এই গান ব্যবহার করা হলো ‘রাজা ৪২০’ ছবিতে। মূল গানে নেচেছিলেন দর্শকনন্দিত অভিনেত্রী শাবানা।

নতুনটিতে নাচলেন অপু বিশ্বাস। সোমবার (১ ফেব্রুয়ারি) ইউটিউবে গানটির নতুন সংস্করণ এসেছে।

আকবর কবির পিন্টু পরিচালিত ‘বাদশা’ হলো স্বাধীনতার পর প্রথম পূর্ণাঙ্গ রঙিন ছবি। এতে শাবানার নায়ক ছিলেন খসরু। এটি মুক্তি পায় ১৯৭৫ সালে ২৮ সেপ্টেম্বর। এতে ‘আরে ও প্রাণের রাজা’ গানটি গেয়েছিলেন প্রবাল চৌধুরী ও ঊমা খান।

নতুন আঙ্গিকে গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর ও ঊমা খান। মূল গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর ও সংগীত পরিচালনায় আলী হোসেন। নতুন সংগীতায়োজন করেছেন কাজী জামাল।

উত্তম আকাশ পরিচালিত ছবিটিতে অপুর নায়ক শাকিব খান। তিনিই আছেন নাম ভূমিকায়। এ ছাড়াও আছেন ওমর সানি, রুবিনা বৃষ্টি, অমিত হাসান, কাবিলাসহ অনেকে। গোধূলী ফিল্মস প্রযোজিত ছবিটি মুক্তি পাবে আগামী ৫ ফেব্রুয়ারি।

* ‘রাজা ৪২০’ ছবির ‘আরে ও প্রাণের রাজা’ গানের ভিডিও :


* ‘বাদশা’ ছবির ‘আরে ও প্রাণের রাজা’ গানের ভিডিও :


* ‘রাজা ৪২০’ ছবির ট্রেলার :


* ফেসবুকে ভেরিফায়েড এবার অপু বিশ্বাস
* ‘সম্রাট’ এখন ব্যাংককে
* বিকেলে শুরু হয়ে শেষ হলো সকালে!
* কেমন কাটবে অপুর জন্মদিন ও পূজো
* শাকিবের ডার্লিং অপু
* অপু বিশ্বাসের ‘রাজাবাবু’
* দুই বিশ্বাসের পূজা!
* ঈদে পর্দাযুদ্ধে জিতবেন কে?
* খুন করবেন অপু!
* ২৯ মে মুক্তি পাচ্ছে শাকিব, অপু ও অহনার ‘দুই পৃথিবী’
* দেড় ডজন তারকার শুভকামনা

বাংলাদেশ সময় : ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।