ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

‘মুঠোয় ভরা স্বপ্ন’ ও ‘বিশ্বাস’ নিয়ে ‘যতনে’ ন্যানসি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
‘মুঠোয় ভরা স্বপ্ন’ ও ‘বিশ্বাস’ নিয়ে ‘যতনে’ ন্যানসি ন্যানসি-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নতুন বছরের শুরুতেই ন্যানসির তিন গানের ইপি অ্যালবাম বের হচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘যতনে’। এই শিরোনামের একটি গান রয়েছে এতে। অন্য দুটির শিরোনাম ‘মুঠোয় ভরা স্বপ্ন’ এবং ‘বিশ্বাস’।

এর মধ্যে ‘বিশ্বাস’ গানটিতে ন্যানসির সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন ইমরান। সব গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

সুর করেছেন মোহাম্মদ মিলন, সংগীতায়োজনে এমএমপি রনি।

নতুন ইপি অ্যালবাম প্রসঙ্গে ন্যানসি বললেন, ‘এ প্রজন্মের সুরকারদের মধ্যে মিলন ভালো কাজ করছে। নতুন গানগুলোতেও সেই ছাপ পাওয়া যাবে। গানগুলোর কথা, সুর ও সংগীতায়োজন আমার বেশ ভালো লেগেছে। শ্রোতাদেরও পছন্দ হওয়ার মতো। ’

চলতি সপ্তাহ থেকে জিপি মিউজিক ও রবি ইয়ন্ডার মিউজিকে গানগুলো শোনা যাবে। ‘যতনে’ বাজারে আনছে সংগীতা। তাদের ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে এ তিনটি গান।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।