সরকারি অনুদানে তৈরি ছবিটিতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ।
‘ভুবন মাঝি’ চলচ্চিত্রটি একজন সাধারণ সংগ্রামী মানুষের জীবনে বিদ্রোহী হয়ে ওঠার গল্প। গল্পের শুরু ১৯৭০ সাল, শেষ ২০১৩।
১৯৭০ সালের নির্বাচনের অল্প কিছুদিন আগে নহির (পরমব্রত) গ্রাম থেকে কুষ্টিয়া শহরে ডিগ্রি পড়তে আসে। দেশজুড়ে নির্বাচন আর স্বাধীনতার আন্দোলন তাকে বিন্দুমাত্র বিচলিত করেনি। বরং চাচাতো বোনের বান্ধবী ফরিদা বেগম (অপর্ণা) আর থিয়েটার ছিলো তার ধ্যান-জ্ঞান। কিন্তু ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের জন্মের বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে যায় সে। ১৯৭১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিস্তৃত ইতিহাস ও প্রেম, বিদ্রোহ ও মানবিকতা, স্বাধীনতা ও সংস্কৃতি এসব নিয়ে গড়ে উঠেছে ‘ভুবন মাঝি’র গল্প। ট্রেলারে পাওয়া গেলো সেসব চিত্রের ধারণা। সব মিলিয়ে ‘ভুবন মাঝি’ দর্শককে প্রেক্ষাগৃহে টানতে সক্ষম হবে বলে মনে করেন পরিচালক।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এসও