ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কঙ্কনার লিপস্টিকে আপত্তি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
কঙ্কনার লিপস্টিকে আপত্তি! কঙ্গনা সেন শর্মা (ছবি: সংগৃহীত)

কঙ্গনা সেন শর্মা অভিনীত ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ ছবিটি প্রদর্শনের জন্য ছাড়পত্র দেয়নি ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। যৌনতার অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নিয়েছে সেন্সর বোর্ড।

ভারতীয় সেন্সর বোর্ড ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়ে এক চিঠিতে বলেছে, ‘ছবিটি নারীকেন্দ্রিক। বাস্তবতা ছাপিয়ে পুরো ছবিটি কল্পনানির্ভর।

ছবিটিতে অসংখ্য যৌনদৃশ্য, অশালীন সংলাপ, অডিও পর্নোগ্রাফিসহ সমাজের একটি নির্দিষ্ট অংশের প্রতি স্পর্শকাতর দৃষ্টিভঙ্গি আছে, যা নীতিমালা বহির্ভূত। এ কারণে ছবিটি প্রদর্শনে ছাড়পত্র দেওয়া হয়নি। ’

এ প্রসঙ্গে এক বিবৃতিতে পরিচালক অলঙ্কৃত শ্রীবাস্তব বলেন, “আমি মনে করি, ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নারীদের অধিকারের ওপর হস্তক্ষেপ করার সমান। দীর্ঘদিন ধরে সিনেমার গল্পে নারীদের শুধু পণ্য বা তাদের চরিত্রের ব্যাপ্তি সংক্ষিপ্ত করে রাখা হচ্ছে। আর ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’র মতো সিনেমা সেই নিয়মকে চ্যালেঞ্জ জানিয়েছে বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারীদের কি বাক-স্বাধীনতা নেই?”

গত বছর ইউটিউবে প্রকাশিত হয় প্রকাশ ঝা প্রযোজিত ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’র ট্রেলার। এ ছাড়া বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে বেশ কয়েকটি পুরস্কার জিতেছে ছবিটি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, অক্সফাম অ্যাওয়ার্ড, মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল, টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেল। এতে অভিনয় করেছেন কঙ্গনা সেন শর্মা, রত্না পাঠক, অহনা কুমার, প্লবিতা বরঠাঁকুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।