বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সব কুশলীদের সংগঠনের যৌথ সভায় শনিবার (২৯ এপ্রিল) বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমিতির নেতারা বলেন, চলচ্চিত্র সংশ্লিষ্ট সব কুশলীর সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, যেহেতু চিত্রনায়ক শাকিব খান দেশের সমগ্র চলচ্চিত্র পরিচালকদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করে জাতীয় দৈনিকসহ মিডিয়াতে বক্তব্য দিয়েছেন।
এ ব্যাপারে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন। এছাড়া চলচ্চিত্র গ্রাহক সংস্থা, ফিল্ম এডিটরস গিল্ড, চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, চলচ্চিত্র স্থিরচিত্রগ্রাহক সমিতি, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি, চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতি, চলচ্চিত্র অঙ্গসজ্জা সমিতি, চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি এবং চলচ্চিত্র লেখক সমিতির সভাপতিরা স্বাক্ষর করেছেন।
স্ত্রী হিসেবে অপু বিশ্বাসের আত্মপ্রকাশের পর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব দেশীয় নির্মাতাদের ‘হেয়’ করেছেন— সম্প্রতি এমন অভিযোগ তোলে পরিচালক সমিতি। সে সূত্র ধরে এ নায়ককে উকিল নোটিশ পাঠানো হয়। বিষয়টির সুরাহা না পর্যন্ত তার সঙ্গে কাজে নিষেধাজ্ঞাও জারি হয়। এর রেশ ধরে শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলেন ঢালিউডের ‘সুপারস্টার’।
শাকিব সবশেষ ‘রংবাজ’ ছবির দৃশ্যধারণ করছিলেন। এর নির্মাতা শামীম আহাম্মেদ রনির ব্যাপারেও গুরুতর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমিতির ওই সভায়।
রনির পরিচালক সদস্যপদ বাতিল ঘোষণার খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসও/আইএ