ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গিরিজা দেবীর শুণ্যতা অপার-অসীম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
গিরিজা দেবীর শুণ্যতা অপার-অসীম গিরিজা দেবী

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী গিরিজা দেবী। সদ্য প্রযাত ‘ঠুমরির রানীর’ মৃত্যুতে শোকস্তব্ধ উপমহাদেশের সংগীতজগত। গিরিজা দেবীর প্রয়াণে ভারতীয় শাস্ত্রীয় সংগীতে যেন একটি যুগের অবসান ঘটলো।

গিরিজা দেবীর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন লতা মঙ্গেশকরসহ অনেক গুণী শিল্পী। প্রিয় শিল্পীকে শেষশ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন লতা।

তিনি লিখেছেন, ‘মহান শাস্ত্রীয় সংগীতশিল্পী ঠুমরি গায়িকা গিরিজা দেবী প্রয়াত৷ আমি খুবই শোকাহত তার মৃত্যুর খবর পেয়ে৷ আমাদের মধ্যে দারুণ এক বন্ধুত্বের সম্পর্ক ছিলো। ’

১৯২৯ সালে ৮মে বেনারসে জন্মেছিলেন গিরিজা। বেনারসের ধুলোয় বড় হওয়া, গঙ্গায় সাঁতার কাটা, ঘোড়ায় চড়া চঞ্চলমতি ছোট্ট গিরিজা ছিলেন বাবা-অন্ত প্রাণ। চার বছর বয়সে বাবা রামদেও রাই-ই ওকে বসিয়ে দিয়েছিলেন পন্ডিত সূর্যপ্রসাদ মিশ্রর সামনে। তারপর ইতিহাস। পরে সরজুপ্রসাদ মিশ্র এও তারও পরে চাঁদ মিশ্রের কাছে তালিম নিয়েছিলেন। গিরিজা দেবী হয়ে উঠলেন বেনারস ঘরানার কিংবদন্তি শিল্পী, ঠুমরির সম্রাজ্ঞী। আটষট্টি বছরের সংগীত জীবনে গেয়েছেন অসংখ্য খেয়াল-টপ্পা। গেয়েছেন কাজরী, চৈতি, হোলি। পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মাননা, সংগীত নাটক আকাদেমি পুরস্কার।  

বিস্ময়কর তথ্য হচ্ছে, পৃথিবীর সাতটি বিশ্ববিদ্যালয় তাকে দিয়েছে সাম্মানিক ডিলিট উপাধি। যারা মঞ্চে তাকে শোনার সুযোগ পেয়েছেন, তারা জানেন গিরিজা দেবী শুরু করতেন রাগ যোগকোষে বিলম্বিত বন্দিশে ‘এ ঝাঁঝরিয়া বানাকে এ মায়ি ক্যায়সি কর আও তেরে পাস’ দিয়ে। তারপরেই দ্রুত বন্দিশে ধরতেন ‘বহুত দিন বিতি আজহুনা আয়ে মোরি শাম’। এরপর মিশ্র তিলোকামোদ এবং একের পর এক শুধু ভেসে যাওয়া। এরই মাঝে কখনও হয়তো স্বরচিত দাদরা ‘পুরব দেশসে আয়ে গোরিয়া যাদুয়া ডর গ্যয়ি রে…’।

গিরিজা দেবীর সঙ্গে লতা মঙ্গেশকর১৯৪৬ সালে ব্যবসায়ী মধুসূদন জৈনের সঙ্গে বিয়ে হয়েছিলো গিরিজার। তার প্রেরণায় আরও এগিয়ে যান তিনি। গিরিজা দেবীর সংগীত সাধনায় ছেদ পড়েছিলো একবারই। ১৯৭৫ সালে মধুসূদন জৈনের মৃত্যুর পর ছয় মাস সংগীত সাধনা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন গিরিজা দেবী। আমৃত্যু সংগীতের সাধনাই করে গেছেন। তিনি চলে গেলেন, তার শূণ্যতা অপার, অসীম…

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।