ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফুলের নাম ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
ফুলের নাম ঐশ্বরিয়া ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)

আজ ১ নভেম্বর ৪৪তম জন্মদিনের কেক কাটবেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৭৩ সালের এদিনে জন্মগ্রহণ করেছেন এই তারকা। বিশেষ এই দিনটিতে জেনে নিন ঐশ্বরিয়ার সম্পর্কে জানা-অজানা কিছু তথ্য।

পছন্দের ছবি
২০ বছরের ক্যারিয়ারে বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু তার প্রিয় ছবি ইনগ্রিড বার্গম্যান অভিনীত ‘কাসাব্লাঙ্কা’।

বলিউডে যদি এই ছবিটির রিমেক হয়, তাহলে বিনা পারিশ্রমিকে সেটিতে অভিনয় করতে রাজি অ্যাশ।

শখ
ঘড়ি ও সোনার গয়নার প্রতি দুর্বলতা রয়েছে ‘দেবদাস’খ্যাত এই তারকার। নানা ধরণের ঘড়ি ও সোনার গয়না সংগ্রহে রয়েছে তার।

ঐশ্বরিয়া পুতুল
২০০৫ সালে ব্রিটেনে একটি পুতুল তৈরি হয়েছিলো। যা ছিলো হুবহু ঐশ্বরিয়ার মতো দেখতে। কয়েক মিনিটের মধ্যেই নাকি সেই পুতুলগুলো বিক্রি শেষ হয়ে গিয়েছিলো।

ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)প্রথম কাজ
জীবনে প্রথম ক্যামলিন পেন্সিলের বিজ্ঞাপনে শুটিং করেছিলেন ঐশ্বরিয়া। এরপর মডেলিং, ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড এবং বলিউডের সেরা অভিনেত্রীর খেতাব জয় করেছেন তিনি।

ফুলের নাম ঐশ্বরিয়া
নেদারল্যান্ডসের কিওকিনহফ গার্ডেনে একটি বিশেষ প্রজাতির টিউলিপ ফুলের নামকরণ করা হয়েছে ঐশ্বরিয়ার নামে। ২০০৫ সালে সে দেশে ঐশ্বরিয়ার জনপ্রিয়তা বিচার করেই তাকে সম্মান জানানোর জন্য এটি করা হয়।

ছেড়ে দেওয়া ছবি
মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ‘রাজা হিন্দুস্তানি’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া।

একমাত্র বাংলা ছবি
ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় ‘চোখের বালি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া। এখন পর্যন্ত ‘চোখের বালি’ তার অভিনীত একমাত্র বাংলা চলচ্চিত্র।

ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)অভিনেত্রী হতে চাননি অ্যাশ
ছোটবেলায় অভিনেত্রী হবার স্বপ্ন দেখেননি। পড়ালেখা নিয়েই মনোযোগী ছিলেন। মেডিসিন নিয়ে পড়ার ইচ্ছা ছিলো তার।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।