ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

পতৌদি প্রাসাদে হবে তৈমুরের রাজকীয় জন্মদিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৭, ডিসেম্বর ১৬, ২০১৭
পতৌদি প্রাসাদে হবে তৈমুরের রাজকীয় জন্মদিন মুম্বাই বিমানবন্দরে মা কারিনা কাপুর খান ও বাবা সাইফ আলি খানের সঙ্গে তৈমুর আলি খান

সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দম্পতির চোখের মণি তৈমুর আলি খান। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের ঘর আলোকিত করে এসেছিলো ছোট্ট তৈমুর। দেখতে দেখতে চলে আসছে সে দিন। বাকি আর মাত্র চারদিন।

এদিকে, প্রথম জন্মদিন উদযাপনের জন্য ছেলেকে নিয়ে পতৌদি প্রসাদে গিয়েছেন সাইফ-কারিনা। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে মুম্বাই বিমানবন্দর থেকে হরিয়ানার উদ্দেশে রওনা দিয়েছেন তারা।

সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

কিছুদিন আগে তৈমুরের খালা কারিশমা কাপুর জানিয়েছিলেন, ধুমধাম করে পালন করা হবে না তৈমুরের প্রথম জন্মদিন।

এখন শোনা যাচ্ছে- হরিয়ানায় অবস্থিত পতৌদি প্রাসাদে রাজকীয়ভাবে পালন করা হবে কারিনাপুত্রের জন্মদিন। যেখানে উপস্থিত থাকবেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।