ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘পদ্মাবত’ই বছরের প্রথম ব্লকবাস্টার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
‘পদ্মাবত’ই বছরের প্রথম ব্লকবাস্টার পদ্মাবতের তিন অভিনয়শিল্পী রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর

দীর্ঘ বিতর্ক-বিক্ষোভের ধকল সামলে মুক্তি পাওয়া ‘পদ্মাবত’ই চলতি ২০১৮ সালের প্রথম ব্লকবাস্টারের তকমা দখলে নিলো। সঞ্জয় লীলা বানসালী নির্মিত এ চলচ্চিত্র ৬ সপ্তাহ বক্স-অফিস দাপিয়ে এখন ৩০০ কোটি রুপি আয়ের দোরগোড়ায়।

বক্স অফিস ইন্ডিয়া ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ষষ্ঠ সপ্তাহেও ছবিটির আয় ৪ কোটি। ২৫ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রের সবমিলিয়ে মোট আয় ২৭৯.৮৪ কোটি।

সে হিসেবে এটিই ২০১৮ সালের প্রথম ব্লকবাস্টার ফিল্ম। তবে ৩০০ কোটির লক্ষ্যের দিকে তাকিয়ে রয়েছেন ছবির কলাকুশলীরা।

খবর মতে, মুম্বাই, পশ্চিমবঙ্গ ও দক্ষিণ ভারতে আলোচিত চলচ্চিত্রটি দর্শক টানছে বেশি। দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর ও রণবীর সিংয়ের অভিনয় এবং ছবির নির্মাণকাজের প্রশংসা করছেন সাধারণ দর্শক থেকে শুরু করে বলিউডের সেলিব্রিটিরা।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।