ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ব্যান্ড ফেস্টে' গাইলেন তাজোয়ার আইয়ুব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
‘ব্যান্ড ফেস্টে' গাইলেন তাজোয়ার আইয়ুব তাজোয়ার আইয়ুব

দেশের ১৭টি ব্যান্ড দলের অংশগ্রহণে ৫ম বারের মতো অনুষ্ঠিত হলো ‘ব্যান্ড ফেস্ট ২০১৮’। প্রতিবার এই উৎসবের মধ্যমণি হয়ে থাকতেন সদ্য প্রয়াত গিটারের জাদুকর আইয়ুব বাচ্চু।

এবার আইয়ুব বাচ্চু নেই, তবে মঞ্চে এবি’র জনপ্রিয় কয়েকটি গান গেয়ে দর্শক মাতিয়েছেন তার ছেলে তাজোয়ার আইয়ুব।

উৎসবে ব্যান্ড দলগুলোর পরিবেশনা শেষে এলআরবি’কে নিয়ে মঞ্চে উঠেন তাজোয়ার।

প্রথমেই তিনি আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘উড়াল দেবো আকাশে’ পরিবেশন করেন। এরপর সকল ব্যান্ড দলের সদস্যদের নিয়ে ‘সেই তুমি’ গানটি গেয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন তিনি।

এর আগে মঞ্চে উঠেন দলছুট’র বাপ্পা মজুমদার। সঙ্গে ছিলেন মানাম আহমেদ। বাপ্পা মজুমদার বলেন, ‘জীবনে কখনও দর্শকদের সামেন বাচ্চু ভাইয়ের গান করিনি’।

কথাটি বলেই প্রথমে আইয়ুব বাচ্চুর ‘রূপালী গীটার’ গান গেয়ে নিজের পরিবেশনা শুরু করেন বাপ্পা। এরপর একে একে ‘তুমি আমার বায়ান্ন তাস’, ‘আমি তোমাকেই বলে দেবো’ গানগুলো পরিবেশন করেন জনপ্রিয় এই শিল্পী।

এবারের ‘ব্যান্ড ফেস্ট’ আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করা হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় উৎসব থেকে উৎসব চলে বিকেল ৫টায় পর্যন্ত।

উৎসবে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ, ফয়সাল সিদ্দিকী বগি, ফুয়াদ নাসের বাবু, হায়দার হোসেন, তপন চৌধুরী, পার্থ বড়ুয়া, ফেরদৌস ওয়াহিদ, ফকীর আলমগীর, রুমী প্রমুখ।

এবার ‘ব্যান্ড ফেস্টে’ অংশ নেয় উচ্চারণ, ডিফারেন্ট টাচ, অবসকিউর, তীরন্দাজ, ম্যাট্রিকেল, ফিডব্যাক, জলের গান, আর্টসেল, উচ্চারণ, সমীকরণ, দলছুট, এলআরবি’সহ দেশের জনপ্রিয় ১৭টি ব্যান্ডদল। দলগুলো আইয়ুব বাচ্চুর গান ছাড়াও নিজেদের দলের গান পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।