অ্যালবামটিতে রয়েছে জয়ের নিজের লেখা চারটি কবিতা। বুধবার (১৩ ফেব্রুয়ারি) তার কণ্ঠের প্রথম কবিতার অ্যালবামটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আজব রেকর্ডস।
পহেলা ফাল্গুন থেকে জয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলেও শোনা যাবে কবিতাগুলো। তার কণ্ঠের চারটি কবিতার শিরোনাম- ‘ভাগ্যিস মুঠোফোন ছিলো’, ‘শুধু তোমার জন্য’ ‘এই সোডিয়াম শহরে’ ও ‘বহুরুপী’।
আজব রেকর্ডস, জয় শাহরিয়ার’র নিজস্ব ইউটিউব চ্যানেল ছাড়াও জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ-এ কবিতাগুলো শুনতে পাবেন শ্রোতারা।
ভিডিও:
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
ওএফবি