এ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বাংলানিউজকে বলেন, ‘যদি একদিন’ দর্শক একবার দেখে গিয়ে অন্যদের বলছেন। যার ফলে প্রতিদিন নতুন নতুন দর্শক প্রেক্ষাগৃহে আসছেন।
এর আগে রাজ পরিচালিত ‘প্রজাপতি’, ‘তারকাঁটা’ ও ‘সম্রাট’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে আগের সিনেমাগুলোরে চেয়ে তিনি ‘যদি একদিন’কে এগিয়ে রাখছেন।
‘নানা ধরণের সীমাবদ্ধতার কারণে আগের সিনেমাগুলো পুরোপুরি মনের মতো করে বানাতে পারিনি। তবে ‘যদি একদিন’-এ এমনটি ঘটেনি। এটি আমার নির্মিত সেরা সিনেমা’, যোগ করেন রাজ।
গত ৮ মার্চ বিশ্ব নারীদিবসে বহুল প্রতীক্ষিত ‘যদি একদিন’ মুক্তি পায়। সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। মুক্তি পর সিনেমাটি দর্শকদের প্রশংসা পাচ্ছে।
এতে অভিনয় করেছেন তাহসান খান, শ্রাবন্তী, তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশারসহ অনেকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরিন শিখা রাইসা। সিনেমাটি প্রযোজনা করেছেন বেঙ্গল মাল্টিমিডিয়া।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
জেআইএম