ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বিনোদন

‘যদি একদিন’ আমার সেরা সিনেমা: রাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
‘যদি একদিন’ আমার সেরা সিনেমা: রাজ 'যদি একদিন'র পোস্টার ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ

প্রথম সপ্তাহে ২২ প্রেক্ষাগৃহে মুক্তি পায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা ‘যদি একদিন’। শুক্রবার (১৫ মার্চ) দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির প্রেক্ষাগৃহ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩-এ।

এ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বাংলানিউজকে বলেন, ‘যদি একদিন’ দর্শক একবার দেখে গিয়ে অন্যদের বলছেন। যার ফলে প্রতিদিন নতুন নতুন দর্শক প্রেক্ষাগৃহে আসছেন।

তাই প্রেক্ষাগৃহের চাহিদাও বাড়ছে। আশা করছি এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ’'যদি একদিন'র প্রেক্ষাগৃহের তালিকা‘সবাই সিনেমাটি ভালোভাবে গ্রহণ করছেন, এটি আমাদের জন্য আনন্দের। মাল্টিপ্লেক্সগুলোতে অনেক ভালো চলছে। পাশাপাশি সাধারণ প্রেক্ষাগৃহ থেকে মোটামুটি সাড়া পাচ্ছি। ’

এর আগে রাজ পরিচালিত ‘প্রজাপতি’, ‘তারকাঁটা’ ও ‘সম্রাট’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে আগের সিনেমাগুলোরে চেয়ে তিনি ‘যদি একদিন’কে এগিয়ে রাখছেন।

‘নানা ধরণের সীমাবদ্ধতার কারণে আগের সিনেমাগুলো পুরোপুরি মনের মতো করে বানাতে পারিনি। তবে ‘যদি একদিন’-এ এমনটি ঘটেনি। এটি আমার নির্মিত সেরা সিনেমা’, যোগ করেন রাজ।

গত ৮ মার্চ বিশ্ব নারীদিবসে বহুল প্রতীক্ষিত ‘যদি একদিন’ মুক্তি পায়। সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই।   মুক্তি পর সিনেমাটি দর্শকদের প্রশংসা পাচ্ছে।

এতে অভিনয় করেছেন তাহসান খান, শ্রাবন্তী, তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশারসহ অনেকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরিন শিখা রাইসা। সিনেমাটি প্রযোজনা করেছেন বেঙ্গল মাল্টিমিডিয়া।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।