নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান বাংলানিউজকে বলেন, ‘আমার বেড়ে ওঠা নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। ছোট থেকেই জাহাজীদের জীবনের নানা কর্মকাণ্ড দেখে আসছি।
সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, জুলফিকার চঞ্চল, শিকদার মুকিত এবং শিশুশিল্পীর আরিফ।
‘মাস্তুল’র গল্পে দেখা যাবে, জাহাজের বাবুর্চির কাজ করেন বৃদ্ধ মকবুল (ফজলুর রহমান বাবু)। এক বন্দরে তার সঙ্গে পরিচয় হয় আশ্রয়হীন শিশু নূরার। দুজনের মধ্যে গড়ে ওঠে সখ্যতা। মকবুল নূরাকে তার সহকারী হিসেবে জাহাজে তোলেন। কিন্তু এ নিয়ে জাহাজের খালাসিদের সঙ্গে মকবুলের জটিলতা তৈরি হয়।
সিনেমাকারের ব্যানারে নারায়ণগঞ্জের বন্দর থেকে শুরু হয়ে শীতলক্ষ্যা টু মেঘনারুটে চলন্তজাহাজে ‘মাস্তুল’র শুটিং হয়েছে। এটি নির্মাতা নূরুজ্জামানের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি শিশুতোষ সিনেমা ‘আম কাঁঠালের ছুটি’ নির্মাণ করেছেন, এটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
জেআইএম