ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইমন-আইরিনের ‘আকাশ মহল’ আসছে ২ আগস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
ইমন-আইরিনের ‘আকাশ মহল’ আসছে ২ আগস্ট

বড় পর্দায় চিত্রনায়ক মামনুন হাসান ইমনের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘আকাশ মহল’ নামের সিনেমাটির ২ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে।

মঙ্গলবার (০২ জুলাই) দেলোয়ার জাহান ঝন্টু সিনেমাটির মুক্তির বিষয় বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

ঢালিউডের সর্বাধিক সিনেমার এই পরিচালক বলেন, ‘সোমবার (১ জুলাই) প্রযোজক ও পরিবেশক সমিতিতে ‘আকাশ মহল’র মুক্তির তারিখ নিবন্ধন করেছি।

সব ঠিক থাকলে ২ আগস্ট দেশব্যাপী সিনেমাটি মুক্তি দেবো। ’

চলতি বছর ২৬ মে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এতে কাঠুরিয়ার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আইরিন, যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করে। তার প্রেমিক হিসেবে দেখা যাবে মামনুন হাসান ইমনকে। আরও অভিনয় করেছেন ড্যানি সিডাক।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।