ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

দুর্গাপূজায় মুক্তি পাবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
দুর্গাপূজায় মুক্তি পাবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’

একটি গানের শুটিং হলেই শেষ হবে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এই সিনেমায় প্রথমবার চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এর পরিচালক।

দেবাশীষ বিশ্বাস বাংলানিউজকে বলেন, ‘সাধারণত দুর্গাপূজাকে সামনে রেখে আমাদের দেশে সিনেমা মুক্তি দেওয়ার রেওয়াজ কম।

তবে আমি মনে করে পূজাতেও অনেক দর্শক প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে ভিড় করেন। তাই দুর্গাপূজায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি দেওয়ার জন্য প্রযোজনা সংস্থাকে আমি প্রস্তাব দিয়েছি। তারা সম্মতি দিয়েছে। ’

'সবকিছু ঠিক থাকলে পূজা উপলক্ষে ৪ অথবা  ১১ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে', যোগ করেন তিনি।  

এতে অপু-বাপ্পি ছাড়াও আরও অভিনয় করেছেন, সাদেক বাচ্চু, কাবিলা, হারুন কিসিঞ্জারসহ অনেকে। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

২০০১ সালে রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তি পায়। সুপারহিট এই সিনেমার নামের সঙ্গে মিল রেখে পরিচালক নতুনটির নাম রেখেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। তবে তিনি জানান, নতুন সিনেমাটি আগেরটির সিক্যুয়েল নয়।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।