ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বিনোদন

২৭ সেপ্টেম্বর ২৫ প্রেক্ষাগৃহে ‘সাপলুডু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
২৭ সেপ্টেম্বর ২৫ প্রেক্ষাগৃহে ‘সাপলুডু’ আরিফিন শুভ-বিদ্যা সিনহা মিম

আসছে ২৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘সাপলুডু’। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। শুভ-মিম জুটির এই সিনেমা একযোগে ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

সিনেমা মুক্তি এবং দর্শকের উদ্দেশ্যে আরিফিন শুভ বাংলানিউজকে বলেন, ‘ইচ্ছায়-অনিচ্ছায় অনেক সময় দর্শকদের ধোকা দিয়েছি। যে কারণে তাদের ভালোবাসা-সমালোচনা দুটোর দাবিদারও হয়েছি।

তবে ‘সাপলুডু’তে আমি কাজ করেছি, কেমন করেছি- সেটা দেখার-অনুধাবণ করার জন্য দর্শকরা হলে আসতে পারেন। সিনেমাটি দেখে তারাই বিবেচনা করুক- কেমন কাজ করেছি। তাদের ভালোলাগা-মন্দলাগা মাথা পেতে নেবো। ’

প্রথম সপ্তাহে সিনেমাটি মুক্তির পরিকল্পনার বিষয়ে এর প্রযোজক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘আমরা সিনেমা হল মালিকদের কাছে থেকে দারুণ সাড়া পাচ্ছি। গত এক মাস ধরেই তারা আমাকে ফোন করছেন। জানতে চাইছেন, কবে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। আমরা আসলে কিছু পলিসি নিয়ে চলি। বিগত দিনেও আমাদের চলচ্চিত্র দর্শকনন্দিত হয়েছে। সেই জায়গা থেকে প্রথম সপ্তাহে দেশের ২৫টি সিনেমা হলের বেশি আমরা যাবো না। পরবর্তীতে দর্শক আগ্রহের জায়গা থেকে আমরা হলের সংখ্যা বাড়াবো। কিন্তু ২৫টি সিনেমা হল ধরে ভালো ক্যাম্পেইন করেই আমরা শুরুটা করতে চাই। ’

আরিফিন শুভ-বিদ্যা সিনহা মিমদেশের বাইরে সিনেমাটি মুক্তি নিয়ে তিনি বলেন, ‘‘আমরা ‘আইম্যাক্স’ বা ‘সিনেপ্লেক্স’র সঙ্গে যেভাবে চুক্তি করি, তারাও একই পলিসিতে আমেরিকা ও নর্থ আমেরিকায় একযোগে মুক্তি দেবে ‘সাপলুডু’। এছাড়া অস্ট্রেলিয়াতেও একইভাবে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। সামনে আমরা বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাবো। এখন সেন্সর কপির জন্য অপেক্ষা করছি। আশা করছি শিগগিরই সেন্সর কপি পেয়ে যাবো। আমরা সরকারি নিয়ম-কানুন মেনেই সব কাজ করবো। ’’  

পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেন, ‘টিজার, ট্রেলার প্রকাশের পর অনেক পরিবেশনা প্রতিষ্ঠান থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। সিনেমা হল মালিকরাও ‘সাপলুডু’ প্রদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠানের এক ধরনের বিশেষ পরিকল্পনা রয়েছে সিনেমাটি মুক্তি ব্যাপারে। তারা প্রথম সপ্তাহে দেশে ২৫টির বেশি সিনেমা হলে এটি মুক্তি দিতে চাইছেন না। ধীরে ধীরে সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চায় তারা। আমার বিশ্বাস গল্প এবং তারকা নির্ভর সিনেমাটি সবার ভালো লাগবে। ’

গেল বছরের ২৭ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিনেমা শুটিং হয় ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশকিছু স্থানে। এতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে।

পরিচালক দোদুলের প্রথম সিনেমা ‘সাপলুডু’।  এতে থাকছে চারটি গান। এগুলোর শিরোনাম- ‘ময়না ধুম ধুম’, ‘শুভ জন্মদিন’, ‘কিছু স্বপ্ন’ ও ‘ইয়া খুদা’। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, তানভীর আলম সজীব, কণা, হৃদয় খান, পড়শি ও ইমরান।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
জেআইএম/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।