ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সেরা অভিনেত্রী জয়া ও তিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
সেরা অভিনেত্রী জয়া ও তিশা জয়া ও তিশা

২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে গেজেট আকারে পুরস্কারপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও দুই পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।  

২০১৭ সালের সিনেমা ‘হালদা’র জন্য সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিশা।

তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’য় অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন।   এর আগে ২০১৬ সালের ‘অস্তিত্ব’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিশা।

অন্যদিকে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দেবী’তে অসাধারণ অভিনয়ের জন্য জয়া আহসান পাচ্ছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এর আগে ২০১৫ সালে ‘জিরো ডিগ্রি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি। অর্থাৎ এবার নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।