ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শুক্রবার ১৫ প্রেক্ষাগৃহে আসছে ‘ইতি, তোমারই ঢাকা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
শুক্রবার ১৫ প্রেক্ষাগৃহে আসছে ‘ইতি, তোমারই ঢাকা’

বিশ্বের নানা দেশের আন্তর্জাতিক চলচ্চিত্রে অংশ নেওয়ার পর এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। শুক্রবার (১৫ নভেম্বর) দেশের ১৫টি প্রেক্ষাগৃহে বহুল আলোচিত চলচ্চিত্রটি মুক্তি পাবে।

মুক্তি উপলক্ষে বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্রটির প্রিমিয়ার। এতে অংশ নেন শাইখ সিরাজ, গিয়াস উদ্দিন সেলিম, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, মজুমদার, রওনাক হাসান, নুসরাত ইমরোজ তিশা, অর্চিতা স্পর্শিয়া, মোস্তাফিজ নূর ইমরান, ইয়াশ রোহান, শ্যামল মাওলাসহ অনেকে।

এছাড়া চলচ্চিত্রটির সকল নির্মাতা, অভিনেত্রী ও কলাকুশলীসহ শোবিজের অনেকে উপস্থিত ছিলেন।  

প্রিমিয়ার শেষে দেশের অমনিবাস চলচ্চিত্রটির প্রশংসা করেছেন অনেকে। ভবিষ্যতে যাতে এ ধরনের চলচ্চিত্র আরও নির্মাণ হয় সে দিকে জোড় দেন উপস্থিত চলচ্চিত্রের মানুষেরা।

‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রে থাকছে ১১ জন নির্মাতার ১১টি গল্প। এতে অভিনয় করেছেন অন্তত অর্ধ শতাধিক জনপ্রিয় তারকা। তাদের মধ্যে রয়েছেন- ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ আরও অনেকে।

'ইতি, তোমারি ঢাকা'র দৃশ্যে তিশা

চলচ্চিত্রটিতে থাকছে ঢাকা শহরের এই সময়ের তরুণদের নানাবিধ সংকটের গল্প। যে সংকটগুলোর মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত। এমন টুকরো টুকরো বেশ কিছু দৃশ্যে’র দেখা মিলেছে ট্রেলারে।  

এই চলচ্চিত্রের ক্রিয়েটিভ প্রডিউসার আবু শাহেদ ইমন বলেন, গল্পের শহর ঢাকা। এই শহরের অলিগলিতে গল্প। প্রতিটা মানুষের মধ্যে অসংখ্য গল্প বাস করে। আর এই গল্পগুলোই ১১জন নির্মাতার ছবি ‘ইতি, তোমারই ঢাকা’তে দর্শক দেখতে পাবেন।  

১১টি চলচ্চিত্র নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর ও তানভীর আহসান।

ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় ‘ইতি তোমারই ঢাকা’ ঢাকার ভেতর- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), বলাকা, মধুমিতা, শ্যামলী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।  

এছাড়া ঢাকার বাইরে- সিলভার স্ক্রিন(চট্টগ্রাম), পূরবী(ময়মনসিংহ), নিহার(যশোর), চন্দ্রিমা(শ্রীপুর), বর্ষা(জয়দেবপুর), মম ইন(বগুড়া), শঙ্খ(খুলনা), শাপলা(রংপুর), রূপকথা(পাবনা), মডার্ন(দিনাজপুর) এবং বনলতা(ফরিদপুর) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।