ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

‘অ্যাভাটার ২’র ২০১৯ সালের শুটিং সম্পন্ন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
‘অ্যাভাটার ২’র ২০১৯ সালের শুটিং সম্পন্ন

জেমস ক্যামেরনের বিশ্বখ্যাত সিনেমা ‘অ্যাভাটার’র সিক্যুয়েল আসছে। এরই মধ্যে ২০২১ সালে সিনেমাটির মুক্তির ঘোষণাও দিয়েছেন নির্মাতা। বর্তমানে চলছে এর শুটিং।

শনিবার (৩০ নভেম্বর) ২০১৯ সালের সিনেমাটির শুটিং পর্ব শেষ হয়েছে।

‘অ্যাভাটার ২’র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে সিনেমাটির শুটিং সেটের একটি ছবি প্রকাশ করে বিষয়টি জানানো হয়।

 

ছবিতে ক্যাপশন দেওয়া হয়, ২০১৯ সালে আমাদের সরাসরি শুটিংয়ের পর্বে শেষ দিন। আমরা সময়টা আনন্দ নিয়ে উদযাপন করছি।  

টুইটারে পোস্ট করা ছবি

জেমস ক্যামেরনের চিত্রনাট্য, সম্পাদনা ও পরিচালনায় নির্মিত ‘অ্যাভাটার ২’-এ অভিনয় করছেন স্যাম আর্থিংটন, জো সালডানা, সিগুর্নি উইভার, স্টিভেন ল্যাংসহ অনেকে। ২০২১ সালের ডিসেম্বরে সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে।

২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছর পৃথিবীর সর্বোচ্চ আয়ের সিনেমার তকমা গায়ে লাগিয়ে বক্স অফিসে রাজত্ব করেছে ‘অ্যাভাটার’। তবে চলতি বছর ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ হলিউড বক্স অফিসে ‘অ্যাভাটার’র সিংহাসন ছিনিয়ে নিয়েছে। তবে সিক্যুয়েল আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে বলে সিনেমার বিশ্লেষকরা মনে করছেন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।