ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফিরে দেখা ২০১৯

বলিউডের বক্স অফিস কাঁপানো ১০ সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
বলিউডের বক্স অফিস কাঁপানো ১০ সিনেমা

২০১৯ সালে বলিউড অনেকগুলো সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দর্শকদের। কিছু সিনেমা রীতিমতো বক্স অফিসে ঝড় তুলে রেকর্ড পরিমাণ আয় করেছে। বছরশেষে এবার দেখে নেওয়া যাক সেরা ১০টি সুপারহিট সিনেমা কোনগুলো।

১। ওয়ার: ঋত্বিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত এই সিনেমা দুনিয়া জুড়ে ব্যবসা করে ৪৭৪.৭১ কোটি রুপি।

২। সাহো: প্রভাস, শ্রদ্ধা কাপুর অভিনীত এই সিনেমা বক্স অফিসে আয় করে ৪৩৯ কোটি রুপি।

৩। কবির সিং: শহীদ কাপুর ও কিয়ারা আদবাণী অভিনীত এই সিনেমা সারা দুনিয়ায় ব্যবসা করেছে ৩৭৯.০২ কোটি রুপি।

৪। উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক: ভিকি কৌশল অভিনীত এই সিনেমা ব্যবসা করেছে ৩৫৯.৭৩ কোটি রুপি।

৫। ভারত: ক্যাটরিনা কাইফ এবং সালমান খান অভিনীত এই সিনেমা ব্যবসা করেছে ৩২৫.৫৮ কোটি রুপি।

৬। মিশন মঙ্গল: বিদ্যা বালান, অক্ষয় কুমার, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহা, সত্যা মেনন অভিনীত এই সিনেমা সারা দুনিয়ায় ব্যবসা করেছে ২৯০.০২ কোটি রুপি।

৭। হাউসফুল ৪: অক্ষয়, রীতেশ এবং ববি দেওল অভিনীত এই সিনেমা আয় করেছে ২৯৫ কোটি রুপি।

৮। গালি বয়: আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত এই সিনেমার মোট উপার্জন ২৩৮.১৬ কোটি রুপি।

৯। ছিছোরে: শ্রদ্ধা কাপুর এবং সুশান্ত সিং রাজপুত অভিনীত এই ছবি ব্যবসা করেছে ২১২.৬৭ কোটি রুপি।

১০। সুপার ৩০: হৃত্বিক রোশনঅভিনীত এই ছবির বক্স অফিস কালেকশন ২১০ কোটি রুপি।

২০১৯ সালে সেরা দশটি সুপারহিট সিনেমার মধ্যে অক্ষয় কুমার অভিনীত ২টি, ঋত্বিক রোশনের ২টি, শ্রদ্ধা কাপুরের ২টি, সালমান খানের ১টি সিনেমা রয়েছে। অবশ্য ২০ ডিসেম্বর মুক্তি পাওয়া সালমান খানের প্রতীক্ষিত সিনেমা ‘দাবাং ৩’র আয় ইতোমধ্যে ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।