ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জিয়া খানের নতুন গান, মডেল মেহজাবিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
জিয়া খানের নতুন গান, মডেল মেহজাবিন জিয়া খান-মেহজাবিন ও তানভীর

নতুন বছরের শুরুতেই শ্রোতাদের নতুন গান উপহার দিলেন সময়ের প্রতিশ্রুতিশীল সুরকার-সংগীতশিল্পী জিয়া খান। এবার তার কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘ভুল করে ভোলা যায় না’ শিরোনামের গান।

বলো না ভুলতে তুমি আমায়/বলো না ভুলে যেতে/হয় তো পারিনি বাধ্য হতে/পারিনি কথা রাখতে- এমনই কথার গানটি লিখেছেন মাসুম আওয়াল। এর সুর করেছেন জিয়া খান।

সংগীতায়োজনে জিয়া খান ও সুজন।  

জিয়ার কণ্ঠের এই গানের মডেল হয়েছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তানভীর। রাজীব আহমেদের গল্পে ভিডিও নির্মাণ করেছেন এহসানুল হক চৌধুরী।

জিয়া খানএ প্রসঙ্গে জিয়া খান বলেন, কথা, সুর ও সংগীত মিলিয়ে ভালো একটি গান করার চেষ্টা করেছি। ভালো-মন্দ বিচার করবেন শ্রোতারা। তবে এটা বলতে পারি, কান পেতে শোনার মতো একটি গান ‘ভুল করে ভোলা যায় না’।

তিনি আরও বলেন, ভিডিও’তেও সাবলীল একটি গল্প রয়েছে। যেখানে মডেল হিসেবে রয়েছে মেহজাবিনের উপস্থিতি। তার সঙ্গে রয়েছেন তানভীর। সবমিলিয়ে আমি আশাবাদি, গান-ভিডিওটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ডার্কসেডো’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গান-ভিডিও ‘ভুল করে ভোলা যায় না’।  

জিয়া খানের সুরে সবশেষ বড় বাজেটের একটি মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছিল বছর চারেক আগে। ‘ছায়াশরীরী’ নামের ওই অ্যালবামে গেয়েছিলেন- আইউব বাচ্চু, বালাম, কোনাল, তপু, কলকাতার শিল্পী রাঘব ও রূপম ইসলাম। নিজেও অ্যালবামের একটি গান করেছেন তিনি। বড় বড় শিল্পীদের ভিড়ে তার নিজের গাওয়া ‘কেউ কারো নয়’ শিরোনামের গানটি শ্রোতামহলে বেশ প্রশংসা পায়।

তারও আগে ২০০৯ সালে জিয়া খানের সুর-সংগীতায়োজনে প্রকাশ ‘মেঘে মেঘে বেলা’ শিরোনামের প্রথম মিক্সড অ্যালবাম। ৭ গানের ওই অ্যালবামে গান করেন- শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, খালিদ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, এস আই টুটুল, কানিজ সুর্বণা, সিনথিয়া ও তাপস।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।