ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে টিভি পর্দায় আসছে ‘পাসওয়ার্ড’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
ভালোবাসা দিবসে টিভি পর্দায় আসছে ‘পাসওয়ার্ড’

গত বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান ও শবনম বুবলী অভিনীত আলোচিত সিনেমা ‘পাসওয়ার্ড’। এটি গত বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমার তকমা পেয়েছে। 

শাকিব খান প্রযোজিত সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে টেলিভিশনের পর্দায়। আসছে ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে ‘পাসওয়ার্ড’ প্রথমবারের মতো উপভোগ করতে পাবেন দর্শক।


 
এ প্রসঙ্গে শাকিব খান বলেন, দেশের সিনেমার ক্রান্তিকালের মধ্যেও গত বছর আমার প্রযোজিত ‘পাসওয়ার্ড’ সিনেমাটি ব্যবসাসফল হয়েছে। এবার দেশ ও দেশের বাইরের দর্শকরাও টিভি পর্দায় সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।

অ্যাকশন ও রোমান্টিক গল্পে ‘পাসওয়ার্ড’ নির্মাণ করেছেন মালেক আফসারী। এসকে ফিল্মস প্রযোজিত সিনেমাটিতে শাকিব-বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, মামনুন হাসান ইমন ও অমিত হাসানসহ অনেকে।  

হার্টবিট কথাচিত্রের পরিবেশনায় গত ঈদে ‘পাসওয়ার্ড’ সিনেমাটি দেশের ১৭২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।