ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

এমিলি মর্টিমারের হরর ফিল্ম ‘রেলিক’র ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, জুন ১৪, ২০২০
এমিলি মর্টিমারের হরর ফিল্ম ‘রেলিক’র ট্রেলার প্রকাশ এমিলি মর্টিমার, রবিন নেভিন ও বেলা হিথকোট

প্রকৃতিতে অবস্থিত অতিপ্রাকৃতিক শক্তির অদৃশ্য প্রভাব ধাপে ধাপে কী রকম ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যেতে পারে, তেমনই এক ভূতুড়ে বাড়ির কাহিনি দেখা যাবে এমিলি মর্টিমার অভিনীত হরর সিনেমা ‘রেলিক’-এ।

এমিলি মর্টিমার অভিনীত হরর সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে সম্প্রতি। একটি ভূতুড়ে বাড়িকে ঘিরেই ধীরে ধীরে রহস্যময় আবহ জমে উঠেছে সিনেমাটির ট্রেলারে।

এমিলির পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রবিন নেভিন ও বেলা হিথকোট।

জাপানি-অস্ট্রেলিয়ান চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার ন্যাটালি এরিকা জেমস এই সিনেমাটি পরিচালনা করেছেন। জেমসের সঙ্গে ক্রিশ্চিয়ান হোয়াইট এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন।

ইতোপূর্বে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে ‘রেলিক’র প্রিমিয়ার হয়েছে। এরপর ১৩টি রিভিউয়ের ভিত্তিতে সিনেমাটিকে ১০০ শতাংশ স্কোর দিয়েছে রোটেন টম্যাটোস।

দেখুন ‘রেলিক’ ট্রেলার:

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুন ১৪, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।