ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আজিজুল হাকিমের শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
আজিজুল হাকিমের শারীরিক অবস্থার উন্নতি আজিজুল হাকিম

করোনা আক্রান্ত নন্দিত অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের চেয়ে তার অবস্থা ভালোর দিকে।

 

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আজিজুল হাকিমের ছোট ভাই সোহেল হাকিম বাংলানিউজকে তথ্যটি জানিয়েছেন।  

তিনি বলেন, ভাইয়ার (আজিজুল হাকিম) অবস্থা ভালোর দিকে। শ্বাসকষ্ট কমেছে। তিনি এখন নিজ থেকে অক্সিজেন নিতে পারছেন। যেটা পজিটিভ। সন্ধ্যার মধ্যে তার জ্ঞান ফিরতে পারে বলে চিকিৎসক জানিয়েছেন। এরপর তার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সবার কাছে ভাইয়ার জন্য দোয়া চাইছি।

গত সপ্তাহের শুরুতে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হন আজিজুল হাকিম। প্রাথমিক চিকিৎসায় কিছুটা ভালো হলেও শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী ও সন্তান।  

গত ৯ নভেম্বর করোনা সন্দেহে জমা দেওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে অভিনেতা আজিজুল হাকিম, তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও সন্তান রেদওয়ান হাকিমের। শ্বশুরবাড়িতে থাকা মেয়ে নাযার রিপোর্ট নেগেটিভ আসে। আজিজুল হাকিম ছাড়া বাকিরা বর্তমানে সুস্থ আছেন।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন আজিজুল হাকিম। তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।