ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মন মাতাচ্ছে মাহতিম শাকিবের গান ‘তাকে অল্প কাছে ডাকছি’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
মন মাতাচ্ছে মাহতিম শাকিবের গান ‘তাকে অল্প কাছে ডাকছি’  গানের দৃশ্যে সৌম্য-সুস্মিতা

শিগগিরই বড় পর্দায় মুক্তি পাবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সিনেমা ‘প্রেম টেম’। কলকাতার প্রতীক্ষিত এ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়ে মন মাতাচ্ছেন বাংলাদেশি শিল্পী মাহতিম শাকিব।

 

সিনেমাটি কলেজ জীবনের মিষ্টি প্রেমের কাহিনি। কতটা কাছে পেলে তাকে ধরে রাখা যায়? কতটা অল্প কথায় এক নতুন মিষ্টি প্রেমের গল্প শুরু হতে পারে? এমনই বার্তা নিয়ে নতুন ইংরেজি বছরের প্রাক্কালে ৩১ ডিসেম্বরে ইউটিউবে প্রকাশ পায় ‘প্রেম টেম’ সিনেমার গান ‘তাকে অল্প কাছে দেখছি’।  

গানটির সুর ও কথা সাজিয়েছেন শিবব্রত বিশ্বাস। প্রকাশের পর থেকেই দারুণ সাড়া ফেলেছি গানটি।  

জানা গেছে, ফেব্রুয়ারি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রেম টেম’। সিনেমাটি নির্মাণ করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন নবাগত সৌম্য, সুস্মিতা ও শ্বেতা।  

মাহতিম শাকিবের গান ‘তাকে অল্প কাছে ডাকছি’:

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।