ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

কন্যা সন্তানের মা হলেন শখ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, অক্টোবর ১৪, ২০২১
কন্যা সন্তানের মা হলেন শখ কন্যা সন্তানের সঙ্গে আনিকা কবির শখ ও তার স্বামী আতিকুর রহমান জন

প্রথমবার মা হলেন মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। ঢাকার একটি হাসপাতালে তার কন্যা সন্তানের জন্ম হয়েছে।

নাম রাখা হয়েছে আনাহিতা রহমান আলিফ।

গত সেপ্টেম্বরে আনাহিতার জন্ম হলেও সম্প্রতি এ বিষয়ে জানিয়েছেন শখের স্বামী আতিকুর রহমান জন।  

বুধবার (১৩ অক্টোবর) রাতে জন জানান, গত ২৩ সেপ্টেম্বর আমাদেন সংসারে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। মা-মেয়ে দু`জনই সুস্থ রয়েছে। আমাদের সন্তানের জন্য সবাই দোয়া করবেন।  

এদিকে গেল সেপ্টেম্বর মাসে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শখের বেবি শাওয়ার অনুষ্ঠান হয়ে। যেখানে মাতৃত্বকালীন সময়ে শারীরিক গঠনেও বেশ পরিবর্তন লক্ষ করা গেছে এ অভিনেত্রীর। ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভাসেন শখ। পাশাপাশি তার অনাগত সন্তানের জন্য শুভেচ্ছায় ভরে উঠে ছিল সোশ্যাল মিডিয়া।

উল্লেখ্য, কালিয়াকৈর উপজেলার বলিয়াদী এলাকার মিজানুর রহমান মিনহাজের ছেলে আতিকুর রহমান জনের সঙ্গে গত ২০২০ সালের ১২ মে শখের বিয়ে হয়।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।