ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ঝিনাইদহে ১৭টি সান্ডাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
ঝিনাইদহে ১৭টি সান্ডাসহ আটক ১

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৭টি বন্যপ্রাণী সান্ডাসহ (সরীসৃপজাতীয় একটি প্রাণী) রাজ্জাক ওরফে রাজু (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।  

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন উদ্দিন জানান, বন্যপ্রাণী পাচারের খবর পেয়ে মহেশপুরের মান্দারতলা ছোট ব্রিজে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এসময় একটি বাসের পেছনের সিটে বসা রাজু নামে এক ব্যক্তির ব্যাগে বন্যপ্রাণীগুলো পাওয়ায় তাকে আটক করা হয়।

আটক রাজু রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গাড়াখোলা (ছোট হিজলী) গ্রামের মো. আকবর কবিরাজের ছেলে।

তার কাছে পাওয়া ১৭টি বিভিন্ন আকারের সান্ডাগুলোর বর্ণ ধূসর। কালো বাজারে যার একেকটির দাম প্রায় ৭৫ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু ডিবি পুলিশকে জানান, তিনি ভারতীয় সীমান্ত এলাকা থেকে সান্ডাগুলো সংগ্রহ করে মাগুরা ও ফরিদপুরে বিক্রি করার জন্য নিচ্ছিলেন।  

সান্ডা একটি বন্যপ্রাণী, যা বিক্রি ও বিক্রির জন্য নিজ হেফাজতে রাখা দণ্ডনীয় অপরাধ। এজন্য এ ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪ (খ) ধারায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।