ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পুকুরপাড় থেকে বার্মিজ পাইথন উদ্ধার, অবমুক্ত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
পুকুরপাড় থেকে বার্মিজ পাইথন উদ্ধার, অবমুক্ত

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় সাড়ে তিন ফুট লম্বা একটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (০৯ অক্টোবর) দুপুর ২টার দিকে পাথরঘাটা সদর বিটের বনে সাপটি অবমুক্ত করা হয়।

এরআগে, রোববার (০৮ অক্টোবর) সকাল ৭টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা এলাকার খলিলুর রহমানের ছেলে সাইফুল ইসলামের বাড়ির পুকুরপাড় থেকে সাপটি উদ্ধার করা হয়।

বন্য প্রাণী উদ্ধারকারী টাইগার টিমের লিডার জাকির হোসেন মুন্সি বলেন, রুহিতা এলাকার সাইফুলের বাড়ি থেকে জানানো হয়, একটি সাপ পুকুরপাড়ে জালে পেঁচিয়ে মুরগির খোপে ঢুকেছে। পরে ওই বাড়িতে গিয়ে জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়। পরে বন কর্মকর্তাদের একাধিকবার জানানোর পরেও তারা সাপটিকে না নেওয়ায় বরগুনার থেকে সাংবাদিক ও পর্যটনপ্রেমী আরিফ রহমান এসে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

বন বিভাগের কর্মকর্তা মো. আল আমিন বলেন, একটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে দুপুর ২টার দিকে বন বিভাগের সদর ভিটের বনে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।