ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নতুন বাসা পেল সিলেটে উদ্ধার মেছো বাঘটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
নতুন বাসা পেল সিলেটে উদ্ধার মেছো বাঘটি

সিলেট: সিলেটের বিশ্বনাথে জনতার হাতে আটক মেছো বাঘ উদ্ধার করেছে পুলিশ। পরে মেছো বাঘটি অবমুক্ত করতে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (৭ নভেম্বর) সকালে বিশ্বনাথ পৌরসভার সুড়িরখাল গ্রামে স্থানীয় লোকজন তিন ফুট দৈর্ঘ্য ও দুই ফুট উচ্চতার মেছো বাঘটি আটক করে। খবর পেয়ে পুলিশ প্রাণীটি নিজেদের হেফাজতে নেয়।

সিলেটের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, জনতার হাত থেকে মেছো বাঘটি উদ্ধার করে প্রকৃতির নিরাপদ আশ্রয়ে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগের পক্ষে বিরেশ চন্দ্র করের নেতৃত্বে একটি দল মেছো বাঘটি নিয়ে খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে।

এর আগে ১০ সেপ্টেম্বর সিলেট জেলা পুলিশের তৎপরতায় গোয়াইনঘাটে উদ্ধার হওয়া বিশাল আকৃতির অজগর সাপ বন বিভাগের কাছে হস্তান্তর করলে তা খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।