ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

২০ কেজি ওজনের ‘নির্বিষ’ অজগর উদ্ধার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুন ৯, ২০২৪
২০ কেজি ওজনের ‘নির্বিষ’ অজগর উদ্ধার উদ্ধারকৃত অজগর। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক কৃষকের বাড়ি থেকে ২০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

অজগর ‘নির্বিষ’ প্রজাতির সাপ।

রোববার (৯ জুন) শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামের ছাদি মিয়ার বাড়ির গোয়াল ঘরের ভেতরে হঠাৎ একটি সাপের উপস্থিতি টের পেয়ে আতংকিত হয়ে পড়ে তাদের পরিবার। পরে মোবাইল ফোনে বন্যপ্রাণ সেবা ফাউন্ডেশের সাথে যোগাযোগ করা হয়।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, রোববার দুপুরে হাসান মিয়ার গরু ঘরের তীরের মাঝখান থেকে বিশালাকৃতির এ অজগর সাপটিকে উদ্ধার করি। পরে বনবিভাগের কাছে দিয়ে আসি। সাপটির ওজন প্রায় ২০ কেজি।

বন্যপ্রাণী সূত্র জানায়, অজগর (pythons) এক প্রকারের নির্বিষ অর্থাৎ বিষমুক্ত সাপ। এদের কামড়ে মানুষ মরে না। এরা শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে গিলে খায়।

বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২) এর তফশিল অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ০৯, ২০২৪                           
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।